আজ-  ,


সময় শিরোনাম:
«» চা-শ্রমিক হত্যা দিবসে শ্রমিক সংঘের মিছিল ও আলোচনা সভা «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» শ্রীমঙ্গল লইয়ারকুলে হামলার ঘটনায় পিতা-পুত্রের কারাদন্ড «» শ্রীঙ্গলে উপজেলা নির্বাচনে নাগরিক আকাংখা,শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন সমাবেশ। «» Leakage of personal data alarming; Govt. initiatives to safeguard data superficial: TIB «» শ্রীমঙ্গলে হামলা চালিয়ে নতুন সীমানা প্রাচীর ভাঙচুর ও আহতের ঘটনায় সংবাদ সম্মেলন «» বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটজনক অবস্থায় : আর্টিকেল নাইনটিন «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নতুন মেইলিং প্ল্যাটফর্মে যোগদান প্রসঙ্গে «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» সেলাই মেশিন বিতরণ পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী

মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু


মৌলভীবাজার প্রতিনিধি\ তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া
পরিদপ্তরের আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৬ বছরের মাধ্যামিক পর্যায়ের বালক-
বালিকাদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল (৩০ এপ্রিল) সোমবার দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার আজমনি বহুমূখী
হাই স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষনের উদ্ভাধনী সভা অনুষ্ঠিত হয়।
আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজর গভর্নিং বডির সভাপতি মোঃ আবু সুফিয়ান এর সভাপতিত্বে
সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী
পরিচালক সুবাস চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
সাঁতার প্রশিক্ষনে মাধ্যমিক পর্যায়ের ৪০ জন বালক ও বালিকা অংশগ্রহন করছে। সাঁতার প্রশিক্ষনে
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক
শফিকুল ইসলাম মিলন। সাঁতার প্রশিক্ষনের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস কর্তৃক
পোশাক ও সাঁতার প্রশিক্ষনের সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল
মজিদ, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারীসহ স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থগন এবং
অংশগ্রহনকারীরা উপস্থিত ছিলেন।