আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু «» নওগাঁয় ১৫ টন সরকারি রেশনের চাল কেনার অপরাধে ১ লাখ টাকা জরিমানা «» নওগাঁয় ইটের ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানশিমুল হাসান «» মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক।। «» জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে মালিকের প্রতারণার শিকার কৃষক শাসন «» মৌলভীবাজারের ১৪ জন শিক্ষক পেলেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক «» শ্রীমঙ্গলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে অনুর্ধ্ব-১৬ বছরের শিক্ষার্থীদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু «» শমশেরনগর হাসপাতালের রেজিস্ট্রেশন প্রাপ্তিতে বিলেতের বৈঠকে কবি ও গবেষক সৈয়দ মাসুম এর লিখিত স্বাগত বক্তব্য

মৌলভীবাজার সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ “আমার রক্তে যদি বাঁচে অন্যের প্রাণ, কেনো করবো না মোরা স্বেচ্ছায় রক্তদান” এই শে¬াগানে স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টার্গেট গ্র“প অব বাংলাদেশ এর সার্বিক সহযোগীতায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে আজ ১৪ সেপ্টেম্বর সকালে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি দত্ত কানুনগো, মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ, মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমদ ফয়সল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেশ টিভি জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, ইউএনএফপিএ ফিল্ড অফিসার ডাঃ নূর-ই আলম সিদ্দিকী, মৌলভীবাজার এমএনসিএইচ কনসালটেন্ট ডাঃ মির্জা ফজলে এলাহী, মৌলভীবাজার সিআইপিআরবি প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।