আজ-  ,


সময় শিরোনাম:
«» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান   «» নওগাঁয়  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  «» বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠান    «» শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের ফুটবল প্রতিযোগিতা «» অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হক এমবিই আর নেই «» মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» মৌলভীবাজারের জুড়ীতে চেয়ারম্যান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বিজয়ী «» কমলগঞ্জে অগ্নিকা-ে চা দোকানীর সর্বস্ব পুড়ে ছাই

বড়লেখায় মৃত্যুসনদে চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম আয়জুলের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) ভোক্তভোগি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান জানান, ইউপি মেম্বার তাজুল ইসলাম আয়জুল ইতিপূর্বে কয়েকবার তার স্বাক্ষর জালিয়াতি করেছেন। একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেও তাকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখা যাচ্ছে না। গত ১৮ জানুয়ারর ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল সমাজসেবা অফিসের ভাতাভোগি প্রতিস্থাপনের জন্য ৪টি মৃত্যুসনদে স্বাক্ষর জালিয়াতি করে জমা দেন। সমাজসেবা অফিস থেকে মৃত্যুসনদগুলো তার নিকট পাঠালে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, সমাজসেবা অফিস থেকে দ্রুত ভাতাভোগি প্রতিস্থাপনের কাগজপত্র পাঠাতে বলা হয়। ইউপি চেয়ারম্যানকে না পেয়ে তিনি চেয়ারম্যানের কলামেও নিজের স্বাক্ষর প্রদান করে তা জমা দিয়েছেন। এতে দোষের কিছু দেখছেন না।

বড়লেখা ইউএনও নাজরুতুন নাঈম জানান, ইউপি চেয়ারম্যানের এই অভিযোগ এখনও তিনি দেখেননি। অফিস খোলার পর অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
অনুলিখনঃ স’লিপক