আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু «» নওগাঁয় ১৫ টন সরকারি রেশনের চাল কেনার অপরাধে ১ লাখ টাকা জরিমানা «» নওগাঁয় ইটের ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানশিমুল হাসান «» মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক।। «» জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে মালিকের প্রতারণার শিকার কৃষক শাসন «» মৌলভীবাজারের ১৪ জন শিক্ষক পেলেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক «» শ্রীমঙ্গলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে অনুর্ধ্ব-১৬ বছরের শিক্ষার্থীদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু «» শমশেরনগর হাসপাতালের রেজিস্ট্রেশন প্রাপ্তিতে বিলেতের বৈঠকে কবি ও গবেষক সৈয়দ মাসুম এর লিখিত স্বাগত বক্তব্য

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়ি আটকঃ

১৬/০৯/২০২০ইং তারিখ ১৭.২০ ঘটিকার সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সেলিম মিঞা এর দিক নির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নিরস্ত্র)/বিমল চন্দ্র দে সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় লোকজনের সহায়তায় চালিবন্দর এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় ১। শাহীন আহমদ @ সানি (৩০) পিতা- কামাল আহমদ, গ্রাম-বরিশাল, থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মনবাড়িয়া বর্তমান: শাহজালাল উপশহর (বাসা নং-১২৬ রোড নং-৬, ব্লক-জি) থানা- শাহপরাণ (রঃ) সিলেট।২। মোঃ সুমন মিয়া (২২) পিতা- মোঃ আব্দুল মান্নান, গ্রাম- নারই (কাইতলা) থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া, বর্তমান: গ্রাম- শাহজালাল উপশহর (বাসা নং-১৯ রোড নং-১, ব্লক-এফ) থানা- শাহপরাণ (রঃ) সিলেট।৩। মামুন আহমদ (২০) পিতা- রোজ আলী, গ্রাম- আমতলা, থানা- নেত্রকোনা সদর, জেলা- নেত্রকোনা, বর্তমান: গ্রাম- মাছিমপুর (খসরু মিয়ার কলোনী) থানা- কোতোয়ালী, সিলেট দেরকে আটক করেন। এসময় ঘটনাস্থল হইতে শিলং তীর নামক জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার পূর্বক জব্দ করা হয় । পরবর্তীতে ২০.৩০ ঘটিকায় বন্দরবাজারস্থ রংমহল টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় ৪। মোঃ হারিছ উদ্দিন @ ডালিম (৪৫) পিতা- মৃত নঈম উদ্দিন, গ্রাম- খাদিমনগর (ধলইপাড়া) থানা- শাহপরাণ (রঃ) সিলেট।৫। কালাম হোসেন (৩৫) পিতা- কিতাব আলী, গ্রাম- মিরাবাজার (মৌসুমী-১০/এ) থানা- কোতোয়ালী, সিলেট দের আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।