আজ-  ,


সময় শিরোনাম:
«» নওগাঁয় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন «» কমলগঞ্জে এক ব্যক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানে:উত্তোলন করছেন সরকারী বেতন-ভাতা «» বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত «» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান   «» নওগাঁয়  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  «» বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠান    «» শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের ফুটবল প্রতিযোগিতা «» অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হক এমবিই আর নেই «» মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর

কেমন আছিস দুর আকাশে

কেমন আছিস দুর আকাশে
(স্নেহের ছোটবোন অকালপ্রয়াত কবি ক্বারীয়া হাজেরা বেগম)
-স’লিপক

কেমন আছিস দুর আকাশে বোনটিকে আমার তুই
প্রতি রাতে প্রদীপ হাতে তরে খুঁজি মুই।
চাঁদনী রাতে আাকাশেতে খুঁজে ফিরি তরে
লক্ষ হাজার ঝলমলে ঐ তারকাদের ভীড়ে।
কই লুকালি পাইনা খুঁজে বেলা গঁড়িয়ে যায়
তর দেখা না পেয়ে ভুগছি হতাশায়।
আয় না কাছে দে না দেখা করিস নে আর রাগ
ঘুম থেকে উঠ শুনিস নে ডাক? জাগ রে এবার জাগ।
না হয় বল কোথায় আছিস কোন আসমানে পাবো
আমিও নাহয় সেই আসমানে তর সঙ্গী হবো।
জানিস নাকি আমাদের ওই বটবৃক্ষ পিতা
যমদূতের সাথে তিনিও পাতিয়েছেন মিতা।
তর সাথে কি হলো দেখা কোন আসমানে; কবে?
তুই জানালে চাতক এ প্রাণ শান্ত হবে তবে।
তর চোখের জলে দেখতে পাই শীতের কুয়াশায়
আকাশ থেকে ঝড়ে পড়িস প্রতিটি বর্ষায়!
মনু নদীর আষাঢ়ে ঢল তর চোখের-ই ধারা
মাধবকুণ্ডের জলপ্রপাতে পাই সে ইশারা।
বাইক্কা বিলে তরে মিলে পদ্মকলির মাঝে
ফোঁটে থাকিস অবহেলায় সকাল দুপুর সাজে!
হয়তো তখন আকাশ থেকে নেমে এসে বিলে
জলের বুকে করিস খেলা হাওয়ায় দোলে দোলে।
আমি আছি ঠিক তেমনটি; যেমন ছিলাম আগে
তুই ছাড়া আর ফোঁটে না ফুল আমার কুসুমবাগে।।
২৬/০৪/২০২৪ইং, বর্ণকুঠির।