আজ-  ,


সময় শিরোনাম:
«» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান   «» নওগাঁয়  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  «» বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠান    «» শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের ফুটবল প্রতিযোগিতা «» অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হক এমবিই আর নেই «» মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» মৌলভীবাজারের জুড়ীতে চেয়ারম্যান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বিজয়ী «» কমলগঞ্জে অগ্নিকা-ে চা দোকানীর সর্বস্ব পুড়ে ছাই

পৃথিবীতে এ নিয়ে ৪ বার মৃত্যুর মিছিল কোটি কোটি লাশ ট্রলি বুঝাই করে ফেলা হয়

দুরুদ আহমেদঃ গত ৪ শ ববছর নেহাতই কাকতালীয়, ১ শ বছরের ব্যবধানে মহামারী ইতিহাস ব্যবধান ১ শ বছর নেহাতই কাকতালীয় বিশ্বে মহামারী ফির ফিরে এসেছে ১ শ বছর ব্যবধানে। গত ৪ শতকে বিশ্ব দেখেছে মহামারী কাকে বলে। ১৭২০ সালে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে বিউবনিক গ্রেট প্লেগ অফ মার্সেইল থেকে ছারি দিকে ছড়িয়ে পড়তে  শুরু  করে এই মহামারী একে ব্ল্যাক ডের্থ বলেও আখ্যা দেওয়া হয়েছে, এক সময়ে বিশ্বের বিভিন্ন  স্থানে কোটি কোটি মানুষের কংকাল পাওয়া যায়। প্রতিরোধ মূলক ব্যবস্থা হিসাবে পাঁচিল তুলে দেওয়া হয়,ড্রাই স্টোন ব্যবহার করে তৈরি করা হয় ২ মিটার উঁচু ও ৭০ সেমি পুরু পাঁচিল। ১৮২০ সালে কলেরা আকার নেয় ভয়াবহ মহামারী গোটা বিশ্বে মৃত্যু হয় ৪ কোটি মানুষের ১৯২০ প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে শুরু হয়েছিল মানুষ মহামারী যুদ্ধ এবার থাবা বসাল স্প্যানিশ ফ্লু দু বছরে মৃত্যু ৪ কোটি যদিও বলা হয়েছে ৫ কোটি ভারতবর্ষের ১ কোটি মৃত্যু সেটি প্রথমে রেকর্ড অন্তভূক্ত হয়নি। মূলত ২০/৪০ বছর বয়সী মানুষের উপর থাবা বসিয়েছিল স্প্যানিশ ফ্লু। সেদিনও মৃত্যু মিছিল চলেছিল চীন,রাশিয়া ভারত এমন কি উত্তর আমেরিকা, ইউরোপের দেশ গুলিও এর থেকে রেহাই পায়নি মৃত্যুর সংখা এতটাই বেশিছিল, ট্রলিতে লাশ বোঝাই করে শহর থেকে সরাতে হত। ২০২০ সালের এবারে করোনা মৃত্যু মিছিল কোথায় গিয়ে থামবে কেউ জানেনা।