আজ-  ,


সময় শিরোনাম:
«» নওগাঁয় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন «» কমলগঞ্জে এক ব্যক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানে:উত্তোলন করছেন সরকারী বেতন-ভাতা «» বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত «» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান   «» নওগাঁয়  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  «» বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠান    «» শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের ফুটবল প্রতিযোগিতা «» অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হক এমবিই আর নেই «» মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর

কমলগঞ্জে হাইব্রিড জাতের টমোটো চাষে লাভবান কৃষক আবু তাহের

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছয়শ্রী গ্রামের কৃষক আবু তাহের প্রথম বারের মতো বারি-৮ জাতের টমোটো চাষ করে বাজিমাত সৃষ্টি করেছেন। ৩০ শতাংশ জমিতে বারি-৮ জাতের হাইব্রিড টমেটো চাষ করতে সবমিলিয়ে তার খরচ হয়েছে ৮০ হাজার টাকা। প্রথমবারের মতো এ জমি থেকে টমেটো নামিয়ে ৬০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। এতে তার মোট খরচের তিনভাগ টাকা উঠে এসছে। আরও ২ লক্ষ টাকার টাকার টমেটো বিক্রির আশা করছেন আবু তাহের।

কুষক আবু তাহের জানান, ৩০ শতাংশ জমিতে লালতীঁরের বারী-৮ জাতের টমোটো লাগাই। মাঠ তৈরি, রোপন, পরিচর্যা সহ টমোটো গাছে আসা পর্যন্ত তার খরচ হয়েছে ৬০ হাজার টাকার মতো। প্রথম বারেই টমেটো বিক্রি করে তার মূলধনের তিনভাগ টাকা উঠে এসেছে।

প্রথবার তিনি ১০০০ কেজি টমেটো ৬৫ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করেছেন। বর্তমানে পাইকারি বাজারে ৫২ টাকা কেজি চলছে। ক্ষেতে যে টমেটো আছে, তা থেকে তিনি আরও দুই লক্ষ টাকার টমেটো বিক্রি করতে পারবেন বলে জানান।

কৃষক আবু তাহের আরও জানান, তার জমিতে ফলন দেখে আশপাশের কৃষকরা এ জাতের টমেটো চাষে আগ্রহী হচ্ছেন। তিনি লাভবান হওয়ায় অন্যান্য চাষিদের এ জাতের টমেটো চাষের পরামর্শ দিচ্ছেন। আগামীতে ৬০ শতাংশ জমিতে বারী-৮ জাতের হাইব্রিড টমেটো চাষ করবেন বলে জানান।

লালতীঁর সীড কোম্পানির সিলেট বিভাগীয় কর্মকর্তা তাপস চক্রবর্তী জানান, কৃষক আবু তাহেরকে প্রথমবার বারী-৮ জাতের হাইব্রিড টমেটোর বীজ দেওয়া হয়। এ জাতের বীজ উচ্চ ফলনশীল, এতে রোগ-বালাই ও পোকামাকড় কম ধরে। প্রথমবারের মতো এ জাতের টমোটো চাষ করে তিনি মূলধনের চেয়ে তিনগুণ লাভবান হয়েছেন তার।

তিনি আরও বলেন, কৃষকরা লাভবান হলে আমাদের আনন্দ লাগে। আমি চাই এ গ্রামের সকল চাষি অন্যান্য সবজির পাশাপাশি হাইব্রিড জাতের বারী-৮ টমেটো চাষে এগিয়ে আসুক। অবশ্যই তারা আবু তাহেরের মতো লাভবান হবেন। একদিন এ গ্রামটিও শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের করলা গ্রামের মতো পরিচিতি লাভ করবে।