আজ-  ,


সময় শিরোনাম:

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার পৌর শাখার বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স‘লিপক):

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে ১৭ রামাদান ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মিলাদ-ক্বিয়াম, বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বাদ আসর মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ড বড়কাপনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মোঃ সালেহ আহমদ (স’লিপক) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক ও ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ এর জেলা আহবায়ক আব্দুছ ছাত্তার মোরশেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার সদর উপজেলা শাখা সভাপতি মাওলানা শেখ শফিকুল হাসান রেজভী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার সদর উপজেলা শাখার সদস্য সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মইনুল ইসলাম, ইসলামে অনিয়ম দূর্নীতি প্রতিরোধ আন্দোলনের সদস্য হাফেজ আব্দুল হামিদ, মাওলানা তাহির মিয়া তালুকদার, সৈয়দ আব্দুল কাইয়ূম দেওয়ান, আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষক হাফেজ ক্বারী মোঃ আল আমিন, প্রশিক্ষক ক্বারীয়া মিনারা আজমী, মোঃ মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রুমান, সদস্য এমদাদুল হক শাহ আলম, বদরুল আহমদ, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক কবি সায়েরা সাবেতি।

এ সময় মৌলভীবাজার জেলা ও সদর উপজেলার বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দ এবং বড়কাপন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার পৌর শাখার পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় অফিস ক্রয় ফান্ডের জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদীর হাতে একটি “অফিস ক্রয় ফান্ড ব্যাংক” তোলে দেন।

পরে মিলাদ-ক্বিয়াম, মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত এবং উপস্থিত সকলের ইফতারী করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।