আজ-  ,


সময় শিরোনাম:
«» চা-বাগান শ্রমিকদের খাবার ও চিকিৎসার অভাব: মালিকপক্ষের মজুরি দিতে টালবাহানা «» মৌলভীবাজার মসজিদের কাজের পূর্ণ নির্মাণের প্রতিশ্রুতি -জিল্লুর রহমান এমপি «» অবিলম্বে প্রত্যাহারের আহ্বান টিআইবির «» নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি
রোধ ও রেশনিং চালুর দাবি
«» টিআইবি ও আর্টিকেল নাইনটিন এর যৌথ উদ্যোগে  «» কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে পরিবার «» কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা «» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

কুলাউড়ায় পানিতে ডুবে মারা যাওয়া দুই যমজ শিশু নিয়ে পুলিশের সন্দেহ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মারা গেছে দুই যমজ শিশু। নিহত দুই শিশু উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার সন্তান। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত যমজ শিশুর চাচা বাদশা মিয়া জানান, সম্প্রতি বাচ্চু মিয়া দেশে এসছেন। রবিবার (২১ জানুয়ারী) ভোরে তিনি ঘুম থেকে উঠে স্ত্রী ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে বাইরে আসেন। খোঁজাখোজির এক পর্যায়ে দেখতে পান ৪ বছর বয়সী দুই শিশু রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদ বাড়ির পুকুরের পানিতে ভাসছে। দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়ার স্ত্রী রিমা বেগম মানসিক ভারসাম্যহীন। শিশু দু’টিকে খেয়াল করতে না পারায় পানিতে ডুবে মারা যায় দাবি পরিবারের।

তবে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী মাহমুদ বলছেন, শিশু দু’টির মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। মানসিক ভারসাম্যহীন রিমা বেগম পুকুরে ফেলে দিয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।