আজ-  ,


সময় শিরোনাম:
«» চা-বাগান শ্রমিকদের খাবার ও চিকিৎসার অভাব: মালিকপক্ষের মজুরি দিতে টালবাহানা «» মৌলভীবাজার মসজিদের কাজের পূর্ণ নির্মাণের প্রতিশ্রুতি -জিল্লুর রহমান এমপি «» অবিলম্বে প্রত্যাহারের আহ্বান টিআইবির «» নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি
রোধ ও রেশনিং চালুর দাবি
«» টিআইবি ও আর্টিকেল নাইনটিন এর যৌথ উদ্যোগে  «» কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে পরিবার «» কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা «» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

কমলগঞ্জ রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্নঃ জগলুর সভাপতি ও জুবের সাধারণ সম্পাদক

মুহিবুর রহমান সুহেলঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বৃন্দাবনপুর রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজদিঘীরপার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে জগলুর রহমান চকদার ছাতা প্রতীকে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমুজ মিয়া আনারস প্রতীকে ৭৩ ভোট পান। সিলিং ফ্যান প্রতীকে ১১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুবের আহমদ চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সজিদ মিয়া মোরগ প্রতীকে পান ৯৪ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে মখলিছ মিয়া (মোটরসাইকেল) প্রতীকে ১০৮ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে সিরাজ উদ্দিন (বই) প্রতীকে ১০৮ ভোট, কোষাধ্যক্ষ পদে রুকন মিয়া (হরিন) প্রতীকে ১০৬ ভোট, প্রচার সম্পাদক পদে মখদ্দুছ মিয়া (বাইসাইকেল) প্রতীকে ১০৮ ভোট, সদস্য পদে আনোয়ার খান (মাছ) প্রতীকে ১৪৭ ভোট, জুলহাস মিয়া (জগ) প্রতীকে ১৩৯ ভোট, করিম মিয়া (আম) প্রতীকে ১২৯ ভোট, তামজিদ আহমদ (ডাব) প্রতীকে ১২৬ ভোট, আব্দুল্লাহ মিয়া (হাস) প্রতীকে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
(অনুলিখনঃ স’লিপক)