আজ-  ,


সময় শিরোনাম:
«» অবিলম্বে প্রত্যাহারের আহ্বান টিআইবির «» নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি
রোধ ও রেশনিং চালুর দাবি
«» টিআইবি ও আর্টিকেল নাইনটিন এর যৌথ উদ্যোগে  «» কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে পরিবার «» কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা «» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল

মাওলানা মোঃ এমদাদুল হক এর আমেরিকা ভ্রমণ ও ইসলামের খেদমত

জাকির হোসেন (শাকিব):

দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে গিয়েও কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ করছেন মৌলভীবাজারের রাজানগর উপজেলার কৃতিসন্তান শাবিপ্রবির অধ্যাপক মাওলানা মোঃ এমদাদুল হক রাজনগরী।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলেট বিভাগের দায়িত্বশীল নেতা অধ্যাপক মাওলানা মোঃ এমদাদুল হক ইসলামের একজন বিচক্ষণ ও মেধাবী দাই হিসেবে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি সমগ্র বাংলাদেশে কুরআন সুন্নাহর দাওয়াত নিয়ে কাজ করে যাচ্ছেন।

দ্বীনের কাজ যথাযথ ভাবে আঞ্জাম দিতে গিয়ে প্রতিষ্ঠা করেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তন্মধ্যে সিলেটের সুবিধবাজারে শাহ্ জালাল একাডেমি, সহীহ শুদ্ধ ভাবে পবিত্র কুরআন পাঠ শিক্ষাদানের জন্য পরিচালনা করে যাচ্ছেন তারতিলুল কুরআন ক্বিরাত প্রশিক্ষণ বাংলাদেশ,
সিলেটের শাহ্ পরান এলাকায় তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে হযরত মোহাম্মদ মোস্তফা (দ.) হিফজুল কুরআন মাদরাসা। এমনকি নিজ গ্রাম তারাপাশায় ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠা করেন দারুল মোস্তফা (দ.) নামে একটি আলিয়া মাদ্রাসা।

সম্প্রতি আমেরিকা ভ্রমণে গিয়ে বিভিন্ন শহরে বিরামহীন কুরআন সুন্নাহ এর কাজ করছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন ওয়াজ নসিহত ও সুন্নি সম্মেলনে।

মাওলানা মোঃ এমদাদুল হক রাজনগরীর কুরআন সুন্নাহ এর এমন খেদমতের প্রশংসা করছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর নেতৃবৃন্দ।
(অনুলিখনঃ স’লিপক)