আজ-  ,


সময় শিরোনাম:
«» চা-বাগান শ্রমিকদের খাবার ও চিকিৎসার অভাব: মালিকপক্ষের মজুরি দিতে টালবাহানা «» মৌলভীবাজার মসজিদের কাজের পূর্ণ নির্মাণের প্রতিশ্রুতি -জিল্লুর রহমান এমপি «» অবিলম্বে প্রত্যাহারের আহ্বান টিআইবির «» নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি
রোধ ও রেশনিং চালুর দাবি
«» টিআইবি ও আর্টিকেল নাইনটিন এর যৌথ উদ্যোগে  «» কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে পরিবার «» কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা «» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ফ্রী অক্সিজেন ও নেবুলাইজার সেবা প্রদান করেছে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন

কে এস এম আরিফুল ইসলাম, ডিভিশনাল চিফ রিপোর্টার::

মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়ের উত্তর ভাড়াউড়া গ্রামে ফাতেমা আক্তার (৩০) নামে এক বোনকে ফ্রী অক্সিজেন ও নেবুলাইজার সেবা প্রদান করেছে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন
সোমবার (৩ আগস্ট) বিকাল ৪,১৫ মিনিট  হতে সন্ধা ৬.৪৫ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধির নিয়ম-কানুন পূর্ণাঙ্গভাবে মেনেই উক্ত সেবাটি প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ), জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ, শ্রীমঙ্গল উপজেলা টিম প্রধান নুর আলম নুরু, সহকারী টিম সমন্নয়কারী কে এস এম আরিফুল ইসলাম।
উল্লেখ যে, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা জুড়েই ফ্রিতে অক্সিজেন ও নেবুলাইজার সেবা প্রদান করা সহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী যে কোন ধর্মের লোকের এই দাফন-কাফন  বা সৎকার করে আসছে ধর্মীয় রীতি অনুযায়ী।