আজ-  ,


সময় শিরোনাম:

রাজশাহীর চারঘাট হতে ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার করেছে

## শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি : সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল (২০এপ্রিল) শনিবার ২০২৪ ইং  তারিখে বিকেলে   রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাদুড়িয়া নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০৮ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ১ জন কে গ্রেফতার করেছেন।  গ্রেপ্তারকৃত আসামী রাজশাহী জেলার চারঘাট সাং; আসকপুর পিতা: মৃত তমেজ মিস্ত্রির ছেলে আসামী  মোঃ সাইদুর রহমান (৪০) কে গ্রেফতার করেন। র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীরসিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে ১ জন মাদকব্যবসায়ী যাত্রীবেশে অটোভ্যানে করে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পাষুমন্ডিয়া থেকে বাদুড়িয়া গ্রাম হয়ে তালতলা রোড হয়ে অজ্ঞাত স্থানে মাদকদ্রব্যসহ যাচ্ছে।বিষয়টি জানা মাত্রই র‍্যাবের গোয়েন্দা দল চারঘাট থানাধীন বাদুড়িয়া গ্রামস্থ বাদলের মোড়ে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালীন ১ টি ব্যাটারী চালিত অটোভ্যান বাদলের মোড়স্থ পাঁকা রাস্তার উপর আসলে সিগন্যাল দেওয়া মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি অটোভ্যান হতে নেমে কৌশলে দৌড়েপালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম তাকে উক্ত ঘটনাস্থলেই ১টি বড় প্লাস্টিকের ড্রামসহআটক করে। পরবর্তীতে ড্রামের ভিতর তল্লাশী করে উল্লেখিত পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করে।র‍্যাব আরো জানান  ধৃত আসামী  একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং নিজেও বিভিন্ন ধরণের মাদক সেবন করে। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন অভিনব কায়দায় রাজশাহী জেলারচারঘাট থানার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করাহয়েছে।