আজ-  ,


সময় শিরোনাম:

এস.এম. ইউনুছ এর ৭টি কবিতা

এস.এম. ইউনুছ এর ৭টি কবিতা

শোকবার্তা

এসো এসো হে পহেলা বৈশাখ
নব বৎসর শুরুতেই
তছনছ করে।
কি সুখ দিবে
আমার মায়ের প্রাণে?
আমরা অসহায় নির্বোধ
লাল গোলাপ হাতে
এক পায়ে দাঁড়িয়ে
তোমাকে জানাই স্বাগতম।
অনন্তকাল তুমি আসো
আশার প্রদীপ নিয়ে
ফিরে এসো বারবার
সুখ দেওয়ার তরে।
এবারওতো ফিরে এলে
শোকবার্তা নিয়ে
শুভেচ্ছার রজনীগন্ধা
দেবো আমি কারে
তুমিইতো ভেঙ্গে দিলে প্রাণ
হাঁরালাম আমার বাবাকে।

++++++++++++++++

খুশির ঈদ

ঐ দেখা যায় ঈদের চাঁদ
কালকে নিশ্চয়ই খুশির ঈদ
পড়বো আমি নতুন জামা
কিনে দিলো আমার মামা।

মা বাবা সবে মিলে
যাবো মোরা সবাই চলে
ঈদের নামাজ পড়বো মিলে
মিলবো মোরা দিলে দিলে।

সেমাই খাবো মিলে মিশে
দুঃখ আমার হবে কিসে
গাইবো মোরা ঈদের গান
সজিব করিব মোদের প্রাণ।

কোলাকুলি করবো মোরা
সামনে আমার পরবে যারা
দেখবো সবার মুখের হাসি
তাইতো আমি ভালোবাসি।

নাড়ির টানে ছুটছে মানুষ
চলার পথে সবাই বেহুস
ট্রেন বাস আর লঞ্চে করে
যাচ্ছে মানুষ ঘরে ঘরে।

ঈদের খুশি ভাগ করিবে
আপন পর না ভাবিবে
গরিব দুঃখি সবাই চলে
পড়িবে নামাজ সবে মিলে।
১২-০৪-২০২৪ইং

+++++++++++++++++

তুলসীগাছে

অযত্নে অবহেলা
ফুঁটে আছে ফুল
মৌমাছি এসে শুধু
নেয় যে তার মধু।

অকারণে দেয়না কেউ
তুলসীগাছে জল
ভাগ্য দোষে আমি আজ
সবার কাছে পর।

দিবা নিশি কান্দি আমি
পাবো কি তাঁরে
যার জন্য আমি আজ
হইলাম দেশান্তর।

কতো কি করি আমি
দেখতে দুই নয়নে
চোখ আছে তবু
দেখি না আমি তাঁরে।

এতো বড় দুনিয়াতে
পাই না আমি যারে
মরার পর পাবো কী
কখনও আমি তারে?
১৭-০৪-২০২৪ইং

+++++++++++++

জ্বলে দ্বিগুণ

আমার হাতে আছে আজও
তোমার দেওয়া পাইলট কলম
কিন্তু কালি নেই তোমাকে পত্র লিখতাম।
জীবনের একতৃতীয়াংশ চলে গেলো
এখনও আমি আছি বেঁচে
শুধু আমার পাশের নেই তুমি
মনে হয় যখন তোমার কথা
ইচ্ছে জাগে আবার যাই অতীতে ফিরে।
নতুন করে সাজাবো সোনার সংসার
হয়তো তুমি থাকবে না ভাবি শুধু কল্পনায়
যখন ধ্যান ভাঙ্গে ফিরে পাই তোমার দেওয়া কলমটা।
কতো যে দেখেছি তারুণ্যকালে
এখনতো চামরা কোচপরে গেছে।
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি
আর কয় কদম বাকি
সুখতো দেখিনি এ জীবনে।
দেখেছি চাঁদের হাসি
তাইতো আজও তোমায় আমি ভালোবাসি।
তুমি হয়তো ভুলে গেছো
দুই টাকার একটি কলমের কথা।
কালি ছিলো কালো কিন্তু লিখতাম আমি লাল
সবাই আমাকে নিয়ে হাসতো
আমি নাকি পাগল হয়ে গেছি।
বুঝিনি আমি পাগল কারে বলে
সাজানো সংসার ওলট-পালট করে দেখেছি
আমি তোমার যোগ্য নয়।
অনেকবার ভুলতে চেয়েছি
কিন্তু এই ক্ষুদ্র কাজটা যে এতো কঠিন।
বাকি জীবনে তপস্যা করেও পারবো কী না কে জানে
তুমি কোন এক সময় বলে ছিলে
আমাকে না পেলে তোমার জীবন কাঁটবে কী করে।
তখন বুঝি নাই হয়তো হেসেখেলে যাবে চলে
দেখি এখন তুষের আগুনের চেয়েও জ্বলে বেশি
আইল্যার আগুন নিভে কিন্তু মনের আগুন জ্বলে দিগুণ।
১৬-০৪-২০২৪ইং

+++++++++++++++++++++++++++++++++++

রঙ বেরঙে

এলো এলো বলে
আজ দিন বাদে
কাল হবে বৈশাখ
গায়ে পরে হলুদ
শাড়ি মাথায় দিয়ে
পুষ্পের মালা
গাইবো মোরা
বৈশাখের গান।

হাতে নিয়ে ডলুক ও ডুগডুগি
কমলাফুলির বিয়ে দেবো
বাজবে কতো বাজনা
আল্পনাতে বলে দিবো
অনেক সুখি ভাই
মনের সুখে গাইবো
মোরা দলে দলে
বাউলেরই গান।

বৈষ্ণবী সঙ্গে আছে
ভয় নেই আমার
রঙের সাজে সাজবো
আসো আসো আসো
ষোড়শী ও প্রাণনাথ
রঙিন মেঘে ভেসে
যাবো দলে দলে
পান্তা-ইলিশ বর্জন করে।

আমরা বাঙালি
ইচ্ছে করলে সব পারি
কেন এমন কুসংস্কার
কে করেছে এমন বিধান
বৈশাখ হলো বাঙালির প্রাণ
সবে মিলে গাইবো মোরা
বাংলাদেশের গান
একতারাতে সুর তুলিবো।

এসো এসো হে বৈশাখ
রঙ বেরঙে সাজবো মোরা
গাইবো নতুন গান
তালে তালে বৈঠা বাইবো
নৌকা যাবে উজান
আমারা বাংলা মায়ের সন্তান
রাখবো মোরা সবে মিলে
বাংলাদেশের সম্মান।
১৩.০৪.২০২৪ইং

+++++++++++++

সুন্দর মন

মন সুন্দর করো
বৈশাখের উৎসব
মুসলমানদের নয়
এসব কথা ঝগড়া সৃষ্টি করে।
তুমি মন থেকে বিচার করো
এই সমাজের বিধান শুধু
মানুষকে বিভ্রান্তির পথ দেখা।
মনে কোন পাপ না থাকলে সেই নিষ্পাপ
বেড়া ক্ষেত খাইলে ফসল পাবে না।
সাধক সবাইকে বলবে না
ভন্ডও অনেক আছে
খোঁজো পেয়ে যাবে।
কোথায় সে থাকতে পারে
ভাবো ভাবো অন্তর দিয়ে
তুমিও পেয়ে যাবে তাঁরে
হয়তো তোমাকে মানুষ পাগল বলবে।
হাঁরানো জিনিস না পাওয়া লোকগুলি
পাগলের মতো খুঁজে।
জীবন তো শুরু
সুযোগ হয়তো পেয়ে যাবে
অপেক্ষার বাঁধ ভেঙ্গো না
তুমিওতো সাধক।
জন্মের পর থেকে আজও সাধনায় লিপ্ত
তাইতো অনেক শিখেছো
হয়তো উঁচু শিখড়ের সন্ধান
আজও খুঁজে পাওনি।
পাবে না এমন কোন কথা নেই
মনের মতো চাইলে সহজেই পাইবে।
যেমন হিসাব মিলিয়ে দেখো
অনেক তুমি শিখেছো
জানতে কী মা কথাটি?
শিখেছো এই জগতেই
আশা ছেড়ে দিও না
সময় আছে
নবীজী ও পেয়েছেন
কোন এক সময়
স্মরণ করো সৃষ্টিকর্তা আছে।
১৫-০৪-২০২৪ইং

++++++++++++++++++

ঠেকায় কে

টাকা নিয়ে ভোট দিলে
পাশ করবে যিনি
চিনবে না আপনাকে
কোন দিন তিনি।

প্রয়োজনে পাশে পাবে না
কাছে থাকবে না উনি
বর্তমানে ভোটের দাম
তুইল্লা দিবে গায়ের চাপ।

সময় থাকতে বুঝেনিন
ভুগবেন না কোনো দিন
ভালোবাসা থাকলে
মনের মতো হাঁটলে।

বুঝতে পারবেন সেই দিন
প্রয়োজনে কাছে পাইলে
লক্ষ্য টাকার সুধবে ঋণ
ভেবে চিন্তে ভোট দিন।

ভালো মানুষ যদি থাকে
ভোট দিবেন বলি তাকে
সবাই মিলে এক সাথে
ভোটের আগে ভেবে নিন।

তারপরে ভোট দিন
মূল্যবান প্রতিনিধি পাইলে
দেশের কাজেও লাগবে
উন্নতি হবে ভাইলে ভাইলে।

আমার তোমার চিন্তা
না হয় যেনো ধান্দা
দেশে আসবে শান্তি
গুচবে সবার ক্লান্তি।

প্রতিনিধি হয় যদি
সুমন ব্যরিস্টার
এই দেশের উন্নতি
ঠেকায় কে আবার।

আমার দেশের নেত্রী
বাপের বেটি শেখ হাসিনা
ভাবনার ক্ষেত্রে ভুল করে না
তাইতো শ্মশান করলো রাজ প্রসাদ।

চেয়ে দেখো অতিথিতে
কু কর্মের ফলে সাজা হলো
আছে সবাই জেলে আমি কেন
এই কথাটা সবাই এখন বলে।
১৮-০৪-২০২৪ইং