আজ-  ,


সময় শিরোনাম:

আম নামচা

আম নামচা
-কৃষ্ণকলি কৃষ্ণা

চৈত্রের দহনদগ্ধ দিনে বোশেখে এলো নতুন আশা
ক্লান্ত গাছের শুষ্ক পত্রে হাঁরিয় গেল সকল ভাষা।

খর রোদে পুড়ছে মাটি প্রস্ফুটিত আম্র মুকুল
নদী শুকোয় তপন সোহাগ ধূ ধূ বালি ছড়িয়ে দু’কূল।

হুংকারে কালবোশেখী দারুণ ক্রোধে আছড়ে পড়ে
কাঁচা আমে হাবুডুবু দেদার আমের পসরা ঝড়ে।

ভরদুপুরে প্রবল তাপে মাখা মাখা আমের কুঁচি
দুপুর আহার ভাল্লাগে না এলো এলো জিভে রুচি।

যতই কষ্ট বলনা কেন বোশেখ মাসের তীব্র দহন
চৌদিকেতে নয়ন মেলো গাছে গাছে আমের ফলন।

মৌমাছিরা ব্যস্ত ভীষণ মঞ্জুরিত আমের মুকুল
মধু সঞ্চিত মৌচাকে মৌলোভী মৌগঁন্ধে ব্যাকুল।

দরদর ঘামে ভিজছে খাতা নিলো বুঝি পদ্য ছুটি
এখন বুঝি চলছে খরা কবির কলম গেছে টুটি।

রুদ্র তেজে ফুটিফাঁটা খেলার মাঠ চাষের জমি
বলছে আকাশ- ওহে কবি কলম কালি কোথা ভ্রমি?

ওই যে হোথা জষ্টি শেষে ধরার বুকে বৃষ্টি কণা
কবির কলম ঝর্ণা তলা তোমরা কেবল দু’একজনা।

বেশির ভাগই মিথ্যে লেখে রাঙিয়েছে কল্পনাকে
কল্পলোকের বৃন্দাবনে উস্কে দেবে জল্পনাকে।

তাইতো এখন হাড়হাভাতের চলছে যে রাজ রমরমিয়ে
দেখছি সবে গরীব দেশে টাকার বৃষ্টি ঝমঝমিয়ে।।
১৫/০৪/২০২৪ইং