আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

বগুড়া সান্তাহারে ৭২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

# রাবেয়া সুলতানা ,  ( বগুড়া ) প্রতিনিধি : বগুড়া আদমদিঘী  সান্তাহারে কেনাবেচার সময় ৭২ হাজার টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম ওরফে কনা (৩৫) নামের এক জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। সে লালমনিরহাট সদরের পানির ট্যাংকি খোচাবাড়ী এলাকার অলি আহম্মেদের ছেলে। গত বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশন সংলগ্ন জনৈক টুটুল এর বিকাশের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশনের সামনে কতিপয় ব্যক্তি জাল টাকা কেনা বেচা করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার টাউন পুলিশ ফাড়ির সদস্যরা সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার জনৈক টুটুল-এর বিকাশের দোকানের সামনে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ওরফে কনা নামের ওই ব্যক্তিকে আটক করেন। এরপর তার হেফাজতে থাকা বাংলাদেশী ৭২ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় সান্তাহার ফাড়ির উপ পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।