আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি- বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এসময় জেলার সকল শ্রেণীপেশার লোকজন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) নেতৃত্বে জেলা পুলিশ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহর রহমান এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা নিবাহী অফিসার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখা, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা তাঁতীলীগ, জেলা কৃষকলীগ ও আওয়ামী লীগের সহযোগি সংগঠনসমূহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জাতীয় শ্রমিক লীগ।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল,ছাত্রদল, জেলা তথ্য অফিস, জেলা শিশু একাডেমি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, মাদকদ্রব্য অধিদপ্তর, পাসপোর্ট অফিস, স্কাউট, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব, ইলেট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), অনলাইন প্রেসক্লাব, রেডিও পল্লীকন্ঠ, দৈনিক মৌমাছি কন্ঠ, জেলা আইনজীবী সমিতি, সিভিল সার্জন, দি চেম্বার অব কমার্স, মৌলভীবাজার পৌরসভা, জেলা আওয়ামী আইনজীবী পরিষদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার আশা ব্রাঞ্চ, জেলা আইনজীবী সহকারী সমিতি,মসরকারী কলেজ, মহিলা কলেজ, মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয় পার্টি, লীলা নাগ স্মৃতি পরিষদ, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনতা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য হাজারো মানুষের ঢল নামে মৌলভীবাজারে।

এদিকে সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াও সকালে মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। এসময় সমেবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, কারারক্ষী, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্ল গাইডস, কাবস, ইয়েলো বার্ডস, শিশু-কিশোর সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র/ছাত্রীর কুচকাওয়াজ, শারিরীক কসরত প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব, দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন, হাসপাতাল, জেলখানা, এতিখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, ক্রিকেট ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

বিকেল ৫ ঘটিকায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চৌমুহনা চত্বরে ইফতার বিতরণ করা হয়।