আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে‘র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গত ২৪ মার্চ বিকালে। সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন লালনের বাবা মরহুম আব্দুল রশিদ বাবু‘র রুহের মাগফিরাত কামনায় সিংকাপন মুনরাইজ কিন্ডারগার্টেন কে.জি স্কুলে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহীদ ইসলাম এর সভাপতিত্বে ও আব্দুল মুমিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয আলাউর রহমান টিপু । বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রামের মুরব্বি আবু সুফিয়ান, মোজাহিদ আহমদ, ক্বারী রাজু আহমদ, চার মৌজা জামে মসজিদ, দিশালোক এর ছানি ইমাম, মো: তাজু মিয়া, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কে.এম.সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র), সাংবাদিক ও মানবাধিকারকর্মী চিনু রঞ্জন তালুকদার, ইমাম ও খতিব মুফতি আব্দুস সামাদ তোফায়েল, হাফিজ মুস্তাফিজুর রহমান লেবু প্রমুখ। অতিথিবৃন্দসহ বক্তারা বলেন- মরহুম আব্দুল রশিদ বাবু এর ছেলে বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন লালন এর উদ্যাগে প্রতিবছরের ন্যায় এবারও খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সমাজের হতদরিদ্রে লোকজনদের জন্য এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে কাজ করে যাবে এ প্রত্যাশা কামনা করেন।