আজ-  ,


সময় শিরোনাম:
«» অবিলম্বে প্রত্যাহারের আহ্বান টিআইবির «» নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি
রোধ ও রেশনিং চালুর দাবি
«» টিআইবি ও আর্টিকেল নাইনটিন এর যৌথ উদ্যোগে  «» কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে পরিবার «» কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা «» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল

ঢাকায় কেন্দ্রীয় গাঙচিলের রমজান উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটি পবিত্র রমজান উপলক্ষে কবিতা পাঠ, নাতে রসূল (দ.) পরিবেশন, কোরআন তেলাওয়াত, দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মার্চ) রাজধানী ঢাকাস্থ মিরপুরে গাঙচিলের নিজস্ব কার্যালয়ে রমজানের অনুষ্ঠানে গাঙচিল কেন্দ্রীয় চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি ইমরোজ সোহেল।

গাঙচিল কেন্দ্রীয় মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন ডক্টর ইদ্রিস আলীর পরিচালনায় ও গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন কবি মেজর পলক রহমান, কবি তন্ময় হারিস, কবি মঞ্জু খন্দকার, শিল্পী লিজি আহমেদ, কবি আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান, এড. এ বি সিদ্দিক, কবি হাজি মাসুদ পারভেজ, কবি মোঃ মানিক মোল্লা, কবি শেখ মমতাজুল করিম শিপলু, কবি শাকিল হাসান, কবি মোঃ মনিরুজ্জামান, কবি মতিয়ারা চৌধুরী মিনু, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ছড়াশিল্পী আতিক হেলাল, কবি আশিকুর রহমান নিবিড়, গল্পকার মুরাদুজ্জামান, সংগঠক কামরুজ্জামান কায়েম, কবি কবির হুমায়ুন, কবি মামুন পাটোয়ারী, কবি ফখরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অসুস্থ কবি সাইদা খানম পাঠান, আকুঞ্জি আনোয়ার হোসেন, কবি শহিদুল ইসলাম, কবি মাসুদা মোবারক ও কবি হাসনাহেনার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।