আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

এনডিএফ-এর যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা আফজাল চৌধুরীর মৃত্যুতে শোক

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাবেক নেতা, যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা প্রবীণ রাজনীতিবিদ এন. এম. নজমুল হক চৌধুরী (আফজাল চৌধুরী) ২৩ মার্চ ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে কিডনির জটিল রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। কুলাউড়ার বাদেমনসুর গ্রামের অধিবাসী প্রয়াত আফজাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক অবনী শর্ম্মা, গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক দেলোয়ারা বেগম, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি তারেশ চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মোঃ সোহেল মিয়া ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক রাজদেও কৈরী ও যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা। নেতৃবৃন্দ প্রয়াত আফজাল চৌধুরীর কর্মময় জীবনের স্মতিচারণ করে বলেন প্রবাসে থাকলেও তিনি সব সময় সংগঠনের নেতাকর্মীদের সাথে গভীর যোগাযোগ রাখতেন। সাংগঠনিক যেকোন প্রয়োজনে এবং নেতাকর্মীদের দুঃসময়ে তিনি সাধ্যমত সহযোগিতা করতেন। ২০২২ সালে সিলেট বিভাগে ভহাবহ বন্যা কবলিত জনসাধারণের জন্য, সুনছড়া আন্দোলনরত চা-শ্রমিকদের উপর মালিকের দালালদের আক্রমণ করে আহত শ্রমিকদের জন্য, কালাগুলের চা-শ্রমিক আন্দোলনের সময়, টিপাইমূখ আন্দোলনের সময়, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার ২য় ও ৩য় জেলা সম্মেলনে তাঁর সহযোগিতা নেতাকর্মীরা কৃতজ্ঞচিত্তে সম্মণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি সমাজ পরিবর্তণের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। এদেশ থেকে সাম্রাজ্যবাদ-সামন্তবাদকে উচ্ছেদের বিপ্লবী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে তিনি উপমহাদেশের প্রখ্যাত কমিউনিষ্ট বিপ্লবী কমরেড আবদুল হক, কমরেড অজয় ভট্টাচার্য, কমরেড দ্বিজেন সোম প্রমূখ বিপ্লবী নেতৃবৃন্দের সান্নিধ্য লাভের সুযোগ পান। বিশেষত নানকার আন্দোলনের রূপকার কমরেড অজয় ভট্টাচার্যের সাথে তাঁর ঘনিষ্টতা ছিল বেশি। রাজনৈতিক কারণে তাকে এক বছরের বেশি সময় কারারুদ্ধ করে রাখা হয়। তিন মেয়ে ও এক ছেলের জনক আফজাল চৌধুরীর একমাত্র পুত্র শাহরিয়ার চৌধুরী শিপুর জন্মের সময় তিনি কারাগারে ছিলেন। পরবর্তী জীবনে পারিবারিক প্রয়োজনে তিনি প্রবাসী হলেও মৃত্যুর পূর্ব পর্যন্ত একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যে প্রবাসে থেকে সাধ্য অনুযায়ী সাংগঠনিক ভূমিকা রাখতেন। ২০২২ সালে তিনি সর্বশেষ দেশে এসেও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া ২০০৯ সালে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের টিপাই মুখ বাঁধ বিরোধী আন্দোলনের সময় তিনি দেশে অবস্থান করে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সিলেট কোর্ট পয়েন্টের সমাবেশ ও জকিগঞ্জের সমাবেশ সফল করতে ভূমিকা রাখেন।