আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

সরদার সাকিব আহমেদ এর ৪টি কবিতা

সরদার সাকিব আহমেদ এর ৪টি কবিতা

কিসের অহংকারী?

এখান থেকে ওখান থেকে
মৃত্যেু খবর শুনি
এমন করে চলে যাব
সামনের দিন গুনি।
স্মৃতিমাখা কত মানুষ
হয়ে গেছে ধুলি
খুঁজতে গিয়ে চমকে উঠি
শোনছি না আর বুলি।
আপন স্বজন প্রিয় পরম
হাঁরায় অঁন্ধ গলি
একে একে যাচ্ছে চলে
পাইনা পদধুলি।
জীবনটাকে ভাবতে গিয়ে
ভাবছি কি যে করি
চলেই যাব ওপথ ধরে
তবু কেন মরি।
ধরি মরি কামাই করি
পাকাই কত দড়ি
দু’দিন আগে দু’দিন পাছে
থাকবে নাকো জুরি।
খানিক বাদে ঝড়বে বুঝি
জীবন পাতার বুড়ি
সব ছেড়ে হায় চলে যাব
কিসের অহংকারী?
১৯/০৩/২০২৪ইং

++++++++++++++++++

বক্তে যেন ক্ষমা পাই

যে ডুবেছে মনের ভরে
যে ভেবেছে দেখার নাই
আপন মাঝে স্বর্গ নরক
কর্মগুণে দেখতে পাই
যে মরেছে মরার আগে
তারতো কোন চিন্তা নাই
আপন মনে জ্বলছে সদা
বাঁচা মরার কি উপায়
শিক্ষা করে দিক্ষা ধরে
জনম গোটা পুড়ে ছাই
কত শত দেখলাম গুণে
একটা মনের মানুষ নাই
জন্মে মানুষ মানুষ ভরে
দুনিয়া শুদ্ধ হয় বোঝাই
জন্মান্তরের একেক মতি
এসেই আবার চলে যাই
সাজ রে মন স্বর্ণ গঁড়ন
চকচকাতে পুড়ে যাই
জীবন গোটা পুড়ছে সদা
তবু ভুলের অন্ত নাই
বিবেক গুনণ নিজের মনে
কর্মগুণের ফলন চাই
দয়া কর আল্লাহ মাবুদ
ভক্তে যেন ক্ষমা পাই।
১৮/০৩/২০২৪ইং

++++++++++++++++++

দেই গো দোহায় চাই গো মরণ

পদচারনা যার ভালনা
কে গনে আর কে গোনেনা
বুক পকেটের আপন সিনা
বন্ধু স্বজন কেউ দেখেনা
স্বার্থ বিনে কেউ হাঁটেনা
দেখে শুনে মন ওঠেনা
এসব হল চিরচেনা
চিনতে লাগে বিবেচনা
সাকিব কুলে সহজ সেনা
ভুল পথে পা দিতে চায়না।

ক্লান্ত হয়ে যেজন থামে
স্বার্থকতা তলায় নামে
রইবে না কেউ চির আপন
দেখবি কত রঙ্গীন স্বপন
স্বপন বিনে কঠোর যতন
রইবে না কেউ যঠর আপন
আপন নয়ণ আপন গঠন
আপন হল আপনি স্বয়ং
সবার চেয়ে আপন দারুন
সবচে কাছে সয়ং আপন।

আপন বলে নয় রে আপন
আপন হলে আপনি স্বয়ং
আপনি আপন আপনি স্বয়ং
আপনি ছাড়া সবই পচন
পচতে পচতে পড়বি পিছন
দিবি দোহায় করবি স্মরণ
এই অকুলে করলি বরণ
বুঝিনা তার কচিত কারণ
আপনি আগে করি দাফন
দেই গো দোহায় চাই গো মরণ।
১৭/০৩/২০২৪ইং

+++++++++++++++++++

দৃষ্টি পড়ুক ঝুলে

জীবন গোটা শেষ হয়েছে
ভাবনা চিন্তা করে
অসার শেষে সব খেয়েছে
এপথ ওপথ ধরে।
যাহার লাগি লয় করেছি
সোনার জীবন গলে
সবাই যেন পর হয়ে যায়
লাগলে আঘাত মূলে।
এলাম কেন এই ধরাতে
সবকিছু পিছন ফেলে
স্বার্থহীনের করুন দশা
দেখছি দৃষ্টি মেলে।

শপথ যেন সুপথে হয়
না যায় যেন জলে
কবুল বলে এসে কেন
পড়ি ভেজাল কলে।
একটুখানি ভাবি রে মন
উপায় গেছে মরে
সবই যেন উল্টাপাল্টা
জীবনটা যায় সরে।
এপাশ থেকে ওপাশ গেলে
সব যেন যাই ভুলে
আসল গুরুর শিক্ষা ছেড়ে
নিয়েছি অন্য তুলে।

আসা যাওয়া অন্ধকারে
ভাবনা থাকুক মূলে
কর্ম যেন স্বপ্ন আঁকুক
দৃষ্টি সজাগ খুলে।
প্রান্ত যেন না যায় খুলে
হৃদয় কাটুক দুলে
স্বার্থপরের নজর ফেঁটে
দৃষ্টি পড়ুক ঝুলে।
১৬/০৩/২০২৪ইং