আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দ্রবমুল্যের ধারালো গ্রাস

দ্রবমুল্যের ধারালো গ্রাস
-মোঃ মাসুদার রহমান মাসুদ

কোন দেশেতে জন্ম আমার
কোন দেশেতে বাস!
রমজান আসিলে দ্রব্যমূল্যের
ঊর্ধ্বগতি; ধারালো গ্রাস!
সব ব্যবসায়ী ঐক্য হয়ে
দ্রব্যমূল্যের দাম দিয়েছে বেঁধে!
গরীব দুঃখী অসহায় মানুষ
রমজান আসলে ঢুকরে কাঁদে।
শাসন নামের নীতিহীন শাসন
চলে যাচ্ছে দেশ সমাজের মাঝে
অসাধু ব্যবসায়ী উন্মুক্ত মনে
ফায়দা হাসিল করছে মেতে!

বাণিজ্য মহোদয় নিরবে আছে
তাদের কার্যক্রম দর্শন করে!
সেই সুযোগে অসাধু ব্যবসায়ী
ছোবল মারছে গরীবের পেটে।
প্রশাসন মহলের নেই কি ক্ষমতা
তাদেরকে উপযুক্ত সাজা দিতে?
স্বজনপ্রীতি এ নীতির কারণে
অসাধু ব্যবসায়ীরা বৈধতার মানদণ্ডে!
কার ইশারায় এমনটা হচ্ছে
কে বলবে সত্যটাকে?
উচিত কথা বলতে গেলে
জেল হাজতে থাকতে হবে!

নাটক নামে এমন খেলা
আরো কতকাল দেখতে হবে?
ইন্ধন ছাড়া আবদ্ধ ঘোড়া
চলে কেমনে এ বাঙলাতে?
সবার চোখ অসহায়ের দিকে
অসহায়ের উদরে লাথি মারে
অসহায়ের রক্ত চুষিত করে
মানবতার কাতারে সাধু সাজে।

এমন নীতির হবেই বিচার
জেনে রাখো কোন একদিনে
আজ শক্তিধর কাল নিঃস্বকর
এ প্রবাদটি যেওনা ভুলে।
হিসেবের মানদণ্ডে লিপি আছে
তাদের সকল কর্মদ্বয়ের
শেষ বিচারে ছাড় পাবে না
মহাপতির বিচার থেকে।

হে দুঃখীরা ধৈর্য ধরো সহ্য করো
জালিমের জুলুমাতে
তোমাদের পক্ষে কেহ নেই
এই বাঙলার প্রান্তময়ে।
ধৈর্য ধরে পার্থিব জীবন
কাঁটিয়ে দাও ব্যাথা নিয়ে
এ যাতনা নিষ্ফল যাবে না
পাবে প্রতিদান শেষ বিচার দিনে।
১৫/০৩/২০২৪ইং