আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

জীবন সায়াহ্নে একদিন

জীবন সায়াহ্নে একদিন
-শেখ ইমদাদুল হক

পশ্চিম আকাশটা আজ ছেয়ে গেছে আবীরের রঙে
ক্লান্তিতে ছেয়ে গেছে চারদিক
দিবালোকের দিব্য বিদায় হবে; তার-ই হাতছানি।
দূর্দান্ত দিনের সোনালী আলোটা ঢেকে যাবে
গাঁঢ়ো কৃষ্ণকালো আঁধারে
এভাবেই বুঝি একটি সোনালী দিনের অবসান ঘটে
এই জীবন নদীর তটে।
সোনালী সম্ভাবনার কি রঙিন দিন অথচ
আঁধারের কালিমা লেপে হয় তার অবসান
কতো ছিল তার সম্ভাবনার আলো
আবীরের আভা তা ম্লান করে দেয়…
জীবনের রঙ আজ বিবর্ণ ফ্যাকাশে হয়ে আসছে
রঙিন আলোটা আজ বুঝি আবীরের ন্যায়
জীবন সন্ধ্যার শেষ সীমানায়
ক্রমাগতই ক্লান্তি নেমে আসছে…
কখন আঁধার নামবে অপেক্ষার সেই ক্ষণ।
থেমে যাবে রঙ থেমে যাবে ঢং নিভে যাবে আলো
কি ক্লান্ত রঙ ছড়ানো ক্লান্ত আবীর
কি মায়াময় সাঝের বেলা
আপনালয়ে আর কিছু থাকে না আপন
শুধু শুনি বিদায়ের করুণ সুর বাজে বিদায়ের পদধ্বনি।
এভাবেই বিলীন হয়ে যায় সবকিছু
সোনালী সকাল রাতের আঁধারের মতো
দূর্দান্ত দিন আর দূর্দান্ত থাকে না বহমান এই পৃথিবীতে
এই তো আলো আঁধারের খেলা খেলতে খেলতে
কখন যে কেটে যায় বেলা।
সেদিন বাজবে না আর প্রভাত ফেরীর বাশি
লুটিয়ে যাবে ধুলায় হাসি।
চারিদিকে শুধু আবীরের সঙে সন্ধ্যার আগমন
আসবে সেই অপ্রত্যাশিত ক্ষণ
জীবন সায়াহ্নে একদিন সে অন্য জীবন।
যেখানে শুধু ধু ধু আঁধারের খেলা…
১৮/০৩/২০২৪ইং