আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

ছলচাতুরী

ছলচাতুরী
-পুষ্পেন রায়

চাই না আমি ভালোবাসা
চাই না মিথ্যা প্রেম
যেথায় আছে লুকোচুরি
ছলচাতুরীর গেম।

যেথায় চলে নিত্য খেলা
স্বার্থের লেনাদেনা
সেথায় শুধু বসত করে
যায় না মানুষ চেনা।

মনের সাথে মুখের যেথায়
মিল খুঁজে না পাই
এমনতর ভালোবাসায়
জীবন পুড়ে ছাই।

রূপের দেমাগ বাড়ায় অহং
কাঁদায় কোমল মন
ঘৃণাভরে ফেললে ছুঁড়ে
তাতেই আনে মরণ।

সভ্য জাতি সভ্য সমাজ
তবুও কেন এমন কর্ম
শিক্ষাকেই ভাবলে বড়
লাগবে জানা তার মর্ম।

সমাজ আজ গেছে পঁচে
বাড়ছে অনাচার
শিক্ষার সাথে জাগলে বিবেক
মিলবে মনের বিচার।

মুক্ত হোক ভালোবাসা
রুদ্ধ কপাট থেকে
ছলচাতুরী ঝাঁটা মেরে
থাকুক সবাই সুখে।

কোমল হৃদয় পূর্ণ হোক
আসল প্রেম দিয়ে
শিক্ষাই হোক ভালোবাসা
ছলচাতুরী নুয়ে।
১৯.০৩.২০২৪ইং