আজ-  ,


সময় শিরোনাম:

ছলচাতুরী

ছলচাতুরী
-পুষ্পেন রায়

চাই না আমি ভালোবাসা
চাই না মিথ্যা প্রেম
যেথায় আছে লুকোচুরি
ছলচাতুরীর গেম।

যেথায় চলে নিত্য খেলা
স্বার্থের লেনাদেনা
সেথায় শুধু বসত করে
যায় না মানুষ চেনা।

মনের সাথে মুখের যেথায়
মিল খুঁজে না পাই
এমনতর ভালোবাসায়
জীবন পুড়ে ছাই।

রূপের দেমাগ বাড়ায় অহং
কাঁদায় কোমল মন
ঘৃণাভরে ফেললে ছুঁড়ে
তাতেই আনে মরণ।

সভ্য জাতি সভ্য সমাজ
তবুও কেন এমন কর্ম
শিক্ষাকেই ভাবলে বড়
লাগবে জানা তার মর্ম।

সমাজ আজ গেছে পঁচে
বাড়ছে অনাচার
শিক্ষার সাথে জাগলে বিবেক
মিলবে মনের বিচার।

মুক্ত হোক ভালোবাসা
রুদ্ধ কপাট থেকে
ছলচাতুরী ঝাঁটা মেরে
থাকুক সবাই সুখে।

কোমল হৃদয় পূর্ণ হোক
আসল প্রেম দিয়ে
শিক্ষাই হোক ভালোবাসা
ছলচাতুরী নুয়ে।
১৯.০৩.২০২৪ইং