আজ-  ,


সময় শিরোনাম:

এম হানিফা এর ২টি কবিতা

এম হানিফা এর ২টি কবিতা

তেলের কদর

কদর নাই কদর আলীদের তেমন আজ ভাই
বদর আলীদের ভীড়ে
যদিও কদর আলীরা করতেছে ভাল কাজ
বদর আলীরা শুধু ঘুরে।

কদর আলীরা মোটেও দেয়না ফাঁকি কাজে
বদর আলীদের মত
তবু দেখছি বদর আলীর দলই ঘুরে ফিরে
খেতাব পাচ্ছে এখন যত!

কর্ম ফেলে দিচ্ছে ফাঁকি বদর আলীরা আর
ঘুরছে বড় কর্তাদেরই সামনে
বড় কর্তা বদর আলীদের করেনা জিজ্ঞাসা
কাজ ফেলে কেন তোমরা এখানে?

বড় কর্তারা তেল পেলেই আজ হয় ভীষণ খুশি
তখন অন্য কিছু আর দেখেনা
কদর আলীরা যখন এমন অন্যায় দেখে ভাই
তাদের প্রাণে তো তা সহেনা!

এই কারণে সব জায়গাতে আজ দেখছি ভাই
ব্যাপক সিস্টেম লস হচ্ছে
আর এই কারণেই কদর আলীর কদর সর্বত্র
দিনে দিনে কমে যাচ্ছে!

সময় জ্ঞান আর নীতি নৈতিকতা মোটেও নাই যাদের
তারাই আজ হতে চায় আইডল
যা দেখলে বুঝা যায় বর্তমানে আমরা কত নিচে
যাচ্ছি চলে পেয়ে বদর আলীদের তেল!
১৫/০৩/২৪ইং

+++++++++++++++++++++++++

বেলা-অবেলা

কোন বেলা হবে যাবার বেলা
কোনটাকেই বা বলবো অবেলা
নাইবা নাহি জানা কারো তা ভবে
অহেতুক-ই হই প্রাণচঞ্চলা।

কে কী দেবে আর কে কী নেবে
তা নিয়েই চলবে যখন কথা
কারো কথায় তখন হয়তোবা
কেহ পাবে অনেক ব্যথা।

কেউবা করবে স্মৃতিচারণ আর
কেহ বলবে অকাল মরণ
কোনটি অকাল আর কোনটি নয়
তার কী আছে কোন লগন!

সব-ই সময় সব-ই আবার অসময়
সঠিকটা কারো নয় জানা নয় জানা
তাকে ছাড়া যার নিকট থেকে এসেছি
এই মর্তে হয়ে মুখোমুখি ভাই পদ্ধতি নানা।
১৯/০৩/২৪ইং