আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

এম হানিফা এর ২টি কবিতা

এম হানিফা এর ২টি কবিতা

তেলের কদর

কদর নাই কদর আলীদের তেমন আজ ভাই
বদর আলীদের ভীড়ে
যদিও কদর আলীরা করতেছে ভাল কাজ
বদর আলীরা শুধু ঘুরে।

কদর আলীরা মোটেও দেয়না ফাঁকি কাজে
বদর আলীদের মত
তবু দেখছি বদর আলীর দলই ঘুরে ফিরে
খেতাব পাচ্ছে এখন যত!

কর্ম ফেলে দিচ্ছে ফাঁকি বদর আলীরা আর
ঘুরছে বড় কর্তাদেরই সামনে
বড় কর্তা বদর আলীদের করেনা জিজ্ঞাসা
কাজ ফেলে কেন তোমরা এখানে?

বড় কর্তারা তেল পেলেই আজ হয় ভীষণ খুশি
তখন অন্য কিছু আর দেখেনা
কদর আলীরা যখন এমন অন্যায় দেখে ভাই
তাদের প্রাণে তো তা সহেনা!

এই কারণে সব জায়গাতে আজ দেখছি ভাই
ব্যাপক সিস্টেম লস হচ্ছে
আর এই কারণেই কদর আলীর কদর সর্বত্র
দিনে দিনে কমে যাচ্ছে!

সময় জ্ঞান আর নীতি নৈতিকতা মোটেও নাই যাদের
তারাই আজ হতে চায় আইডল
যা দেখলে বুঝা যায় বর্তমানে আমরা কত নিচে
যাচ্ছি চলে পেয়ে বদর আলীদের তেল!
১৫/০৩/২৪ইং

+++++++++++++++++++++++++

বেলা-অবেলা

কোন বেলা হবে যাবার বেলা
কোনটাকেই বা বলবো অবেলা
নাইবা নাহি জানা কারো তা ভবে
অহেতুক-ই হই প্রাণচঞ্চলা।

কে কী দেবে আর কে কী নেবে
তা নিয়েই চলবে যখন কথা
কারো কথায় তখন হয়তোবা
কেহ পাবে অনেক ব্যথা।

কেউবা করবে স্মৃতিচারণ আর
কেহ বলবে অকাল মরণ
কোনটি অকাল আর কোনটি নয়
তার কী আছে কোন লগন!

সব-ই সময় সব-ই আবার অসময়
সঠিকটা কারো নয় জানা নয় জানা
তাকে ছাড়া যার নিকট থেকে এসেছি
এই মর্তে হয়ে মুখোমুখি ভাই পদ্ধতি নানা।
১৯/০৩/২৪ইং