আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

এই ছেলে এই শোনো?

এই ছেলে এই শোনো?
-দেবদাস হালদার

মনে হলো আজ ও ঘর
থেকেই আসছে
আওয়াজ-
এই ছেলে এই শোনো?
আশেপাশে পিচ্চি থাকায়
দেই না
তাকে তাৎক্ষনিক
আর কথার জবাব কোনো।

একই প্রশ্ন পুনরায় করায়
ঘাড় বাকিয়ে
দেই জবাব- জ্বী আমাকে?
বিরক্তিকর এক প্রশ্ন আসে-
তোমাকে নয়
তবে কি বলছি ঐ গরুটাকে?

এবার হাতের বইটা টেবিলে
রেখে উপুড় করে আস্তে
ধীরে বলি
তারে-
জ্বী কি বলতে চান বলুন?
ভদ্রলোক বলেন হেঁকে- কোন
কেলাশে
পড়িস্ বাহে
নিউ টেন নাকি মেট্টিক
দিব্যি এদিক আয় এক্টু শোন?

তাঁর কথাটা শেষ না হতেই
ভাইয়ের শাশুড়ী
মাওই
আমার বলেন গলা খেকে-
পুত্রা আমাগো এমএসসি
দিবো
ফাইনালে এবার-
ঐ ঢাকা ইউনিভার্সিটি থেকে।

মাওইর কথায় লজ্জা পেয়ে
বলেন
লোকটায় আস্তে করে- সরি!
ইতোমধ্যেই- ও কিছু নয় বলে
আমি
সেখান থেকে হঠাৎ কেঁটে পড়ি।
১৯.০৩.২৪ইং, ঢাকা।