আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

আব্দুল অদুদ চৌধুরী এর ৩টি কবিতা

আব্দুল অদুদ চৌধুরী এর ৩টি কবিতা

ভব সাগর

ভব সাগরে ভাসাইয়া তরী
দিলাম পাল তুলে
হাওয়ার তালে চলছে নৌকা
শারি গান মাঝির গলে।

ঝড় তুফান ডিঙায়ে নৌকা
চলছে ভেসে ভেসে
দয়াল যদি লাগায় কিনার
ভাঙা তরী ভালোবেসে।

মুর্শিদ আমার মোহাম্মদ রাসূল
ঐ নামের জিকিরে ফুঁটে ভালেবাসার ফুল।

অথৈ সাগর পাড়ি দেব
সম্বল মাওলার নাম
যে নামের মিষ্টি গন্ধে
মাতাল ধরাধাম।

আল্লাহর নাম মুখে যার
ডর নাই রে তুফানে
ভাঙা তরী পৌঁছে যাবে
মুর্শিদ নামের গুণে।

আব্দুল অদুদ ভব সাগরের
প্রেম রসিক মাঝি
এই সাগরে চলছি আমি
মনের মানুষ খুঁজি।
১৯/০৩/২০২৪ইং, মক্কা, সৌদি আরব।

+++++++++++++++++++++++

বাজার গরম

রমজান এলে মূল্য বাড়ে
নিত্য পণ্যের ভাই
এমন দেশে বাস করে
বাঁচার উপায় নাই।

খেজুরের খুব দাম বেড়েছে
তরমুজ বেঁচে কেজিতে
সাথে বাড়ল কলাম দাম
সোনার এই দেশেতে।

রমজান এলে অন্য দেশে
দাম কমে যেখানে
ঠিক তার উল্টো চিত্র
আমার দেশের সবখানে।

ব্রয়লার মুরগি দুইশোর উপর
গরুর গোশত আষ্টশ
কারে বলবে দুঃখের কথা
দুঃখ নিয়েও হাসো।

মন্ত্রী বলেছেন খেজুর ছেড়ে
বড়ই খাও ইফতারে
তাদের কেন নেই পদক্ষেপ
নিত্য পণ্যের বাজারে?

সাধ হলেও দাম শুনে
সাহস পাই না সওদার
রহমতের এই মাসে কেন
আকাশ ছুঁয়া বাজার?

ন্যায্য মূল্যে পণ্য বিক্রি
সওয়াবের একটি কাজ
যারা আকাশ ছুঁয়া দাম হাঁকে
নাহি তাদের লাজ।

নেকির মাসে নেকী করো
মূল্য রেখে সহনশীল
এই মাসে লাভ কম করতে
বিরাট করো দিল্।
১৬/০৩/২০২৪ইং, মক্কা, সৌদি আরব।

+++++++++++++++++++++++

ইফতারের থালা

ইফতারের থালা জুঁড়ে
জাফরানি ঘ্রাণ
রোজাদারের মুখে মুখে
নাজাতের গান।

ইফতার সামনে নিয়ে
তুলে দু’টি হাত
রবের দ্বারে কবুল হবে
সেই মোনাজাত।

রোজাদারের মনে থাকে
মালিকের ডর
তাই কিছু খেতে চায় না
উপবাসী অন্তর।

বরকতের দানা জুঁড়ে
তৃপ্তির ঢেকুর
একগ্লাস সাদা পানি
লাগে যেন মধুর।

ইফতার শেষ হতেই
শেষ হয় ক্লান্তি
সারা দিন উপবাসী
খুঁজে পায় শান্তি।

ইফতারে যাহা খাও
সব মধুময়
বরকতে ভরপুর
ইফতারময়।
২১/০৩/২০২৪ইং, মক্কা, সৌদি আরব।