আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

ফেনীতে জাতীয় কবিতা পরিষদের বিশ্ব কবিতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

ফেনীতে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে বিশ্ব কবিতা দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল সাড়ে চারটায় নবীনচন্দ্র সেন পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার আয়োজনে জেলা শাখার সভাপতি কবি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে মুক্ত আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক কবি উত্তম দেবনাথ এর সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, কবি মনজুর তাজিম, কবি মোঃ তাজুল ইসলাম চৌধুরী (মুকুট চৌধুরী), কবি ইকবাল আলম, কবি উত্তম দেবনাথ, কবি নাসরিন জেরিন সুলতানা, কবি মোঃ ইউনুস ভূইয়া, কবি স্বদেশ দত্ত, কবি ফিরোজ আলম, কবি সবুজ তাপস, কবি মোঃ শাহ্ আলম, কবি ফজলুল মল্লিক, কবি মু. জাহাঙ্গীর আলম, কবি সহদেব দাস প্রমুখ।

স্বরচিত কবিতা পাঠ শেষে বিশেষ মোনাজাত এবং ইফতার মাহফিলের মাধ্যমে বিশ্ব কবিতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।