আজ-  ,


সময় শিরোনাম:

মৌলভীবাজারে দানিয়াল স্যার স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ চ্যাম্পিয়ন ট্রফি সিপিএ কামালপুরের ঘরে

সালেহ আহমদ (স’লিপক):

ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজার সদর কর্তৃক আয়োজিত দানিয়াল স্যার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ (সিজন ১১) এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে মেগা ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

সিপিএএম এর ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ উর রহমান সোহেল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মাহবুব ইজদানী ইমরান, কাউন্সিলর নাহিদ হোসেন, কাউন্সিলর সৈয়দ সেলিম হক, খয়রুজ্জামান শ্যামল, মনোয়ার আহমেদ রহমান, আহমেদ আলী যবু, হুমায়ূন রশিদ, শাহরিয়ার মোস্তফা তানিম, গাজী আবেদ আহমদ, দেলোয়ার মজুমদার চমন, ইমামুল হক রিপন, ফরহাদ আলী ইমন।

সিপিএ কামালপুর এবং ব্ল্যাক স্ট্রাইকার্স এর মধ্যকার ফাইনাল খেলায় টসে জিতে সিপিএ কামালপুর ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলীয় অধিনায়ক রাহিম ইমনের ২৮ বলে ৮৭ রান, রেজওয়ান ৩২ বলে ৪৪ রানে এবং রাহুলের ১৮ বলে ২৫ রানে সিপিএ কামালপুর নির্ধারিত ২০ ওভার শেষে প্রতিপক্ষ দলকে ২২৯ রানের একটি বিশাল টার্গেট ছুঁড়ে দেয়। ব্ল্যাক স্ট্রাইকার্স এর হয়ে আব্দুর রহমান ২টি, তাহমিদ ও সৌরভ ১টি করে উইকেট লাভ করে। ২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্ল্যাক স্ট্রাইকার্স ১১২ রানে অলআউট হয়ে যায়। ব্ল্যাক স্ট্রাইকার্স এর হয়ে টিপু ১১ বলে ২৩ এবং সোহেল ২৩ বলে ১৬ রান সংগ্রহ করে। সিপিএ কামালপুরের রাহিম ইমন বল হাতে ৫টি, ফরহাদ ৩টি ও রাসেল ২টি উইকেট লাভ করে।

এবারে টুর্নামেন্টে ৩৬টি টিম অংশগ্রহণ করে। টুর্নামেন্টের আহবায়ক ছিলেন দেলওয়ার আহমেদ মজুমদার চমন এবং সদস্য সচিব ছিলেন রেজওয়ানুর রহমান।

টুর্নামেন্টের সিপিএ কামালপুরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাহিম ইমন, সেরা ব্যাটসম্যান রাহুল এবং সেরা বোলার রাসেল।