আজ-  ,


সময় শিরোনাম:
«» কোন বিচারক পাবলিক কোন স্টেটমেন্ট দিতে পারবেন না- মৌলভীবাজারে নাগরিক সম্বর্ধনায় প্রধান বিচারপতি «» আবুল হোসেন রাজনগর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত «» শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে «» বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পথ সভা «» মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি «» শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ ১০ প্রার্থীর মনোনয়ন জমা «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের মোঃ কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত «» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয়

মৌলভীবাজার দীর্ঘদিন সচল না থাকায় অত্যাধুনিক দুবাই ফান সিটি পার্কে যন্ত্রাংশের ক্ষতি, সংকটে মালিক

দুরুদ আহমেদঃ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর দুবাই ফান সিটি পার্ক  দীর্ঘদিন পরিত্যক্তের মতো পড়ে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৬ মার্চ থেকে দেশের সব পার্কসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান  বন্ধ ঘোষণা করা হয়। দুই মাসের বেশি সময় ধরে পার্কটি পরিচালিত হয়নি। দুবাই ফান সিটি প্রতিটি খেলনা রাইডে যন্ত্রাংশের ঝং ধরেছে, ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এনে সারাতে অনেক সময় ও ঢাকা লাগবে রাইডার গুলো খুলা আকাশের নিচে, দীর্ঘসময় সচল না থাকায় রক্ষণাবেক্ষণের অভাব এবং রোদ-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, নদী ও কৃষি জমির পাশে তাই ইদুর লাখ লাখ টাকার বিদ্যুতের তাঁর কেটেছে যাহা আর ব্যবহারের উপযোগী নয়, সুইমিংপুলসহ পার্কের ভেতরের অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অকেজো ও ক্ষতিগ্রস্ত হচ্ছে, পার্কে মালিক জানিয়েছেন, বিকল হয়ে পড়া এসব যন্ত্রাংশ মেরামতে হিমশিম খেতে হবে,গত দুই মাসে এই ক্ষতির পরিমাণ লাক্ষ লক্ষ টাকা। মালিকের সাথে কথা বলে জানা গেছে, করোনার কারণে আয় বন্ধ থাকলেও ব্যাংক ঋণের টাকা,পার্কের রাইড চালক হেল্পারদের ও কর্মচারির বেতনভাতা পরিশোধ করতে হচ্ছে। এর ওপর পার্কে এমন ক্ষতি মালিককের আরও অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। এমন ক্ষতি পোষাতে অনেক বেগ পেতে হবে পার্কে খাতকে। পার্কটি রানিংয়ের ওপর থাকে তখন পার্কে যত্ন নেওয়া হয়। যন্ত্রাংশগুলো সচল থাকে। আর যখন পার্কটি বন্ধ রাখা হয় তখন যন্ত্রাংশগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে।বিশাল একটা ক্ষতির মুখে পড়ে গেছি। এই ক্ষতির পরিমাণটাও কিন্তু ছোট হবে না।