আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার হলে মোবাইলে ছবি তোলার হিরিক

গত ১৬/১১/২০১৭ খ্রি তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ সাবের হোসেন স্বাক্ষরিত পত্র অনুযায়ী দেখা যায় যে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর পরীক্ষার হলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীগনের কেউই মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

কিন্তু বাস্তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীগণের ফেসবুক আইডি থেকে এ ধরনের মোবাইলে তোলা ছবি ও সেলফি এ প্রতিবেদকের দৃষ্টগোচর হয়েছে যা অধিদপ্তর কর্তৃক পত্রের সুষ্পষ্ঠ লংঘন। এর মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রের বাহিরে অথবা কেন্দ্রের বাইরে থেকে উত্তর বলে দেওয়ার প্রবনতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পত্র জারির পরও চলমান রয়েছে বলে প্রতিয়মান হচ্ছে।