আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ২ পারশে রোপন কৃত তাল বাগানের পরিচর্যার উদ্ধোধন।

মোঃ শিমুল হাসান নওগাঁ প্রতিনিধি ঃনওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলালের উদ্যোগে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ৬৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার দুই পাশে খরা-তাপ মোকাবেলা, মেঘ-বৃষ্টি আকর্ষনকারী বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় প্রায় লক্ষাধিক তালবীজ রোপন করে প্রশংসা কুড়িয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সব রোপিত তাল গাছের পরিচর্জার কর্মসূচীর উদ্ধোধন করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।এসময় নওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও মোহনা টিভি নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলালসহ ফারমান আলী, অন্তর আহম্মদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত বছর বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বশিপুর বাইপাস হতে রাজশাহী মোহনপুরের কামার পাড়া পযন্ত নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ৬৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার দুই পাশে এই তালবীজ রোপন করা হয়েছিল।