আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর

নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ২ পারশে রোপন কৃত তাল বাগানের পরিচর্যার উদ্ধোধন।

মোঃ শিমুল হাসান নওগাঁ প্রতিনিধি ঃনওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলালের উদ্যোগে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ৬৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার দুই পাশে খরা-তাপ মোকাবেলা, মেঘ-বৃষ্টি আকর্ষনকারী বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় প্রায় লক্ষাধিক তালবীজ রোপন করে প্রশংসা কুড়িয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সব রোপিত তাল গাছের পরিচর্জার কর্মসূচীর উদ্ধোধন করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।এসময় নওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও মোহনা টিভি নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলালসহ ফারমান আলী, অন্তর আহম্মদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত বছর বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বশিপুর বাইপাস হতে রাজশাহী মোহনপুরের কামার পাড়া পযন্ত নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ৬৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার দুই পাশে এই তালবীজ রোপন করা হয়েছিল।