আজ-  ,


সময় শিরোনাম:

আমান উদ্দিন এর ৭টি কবিতা

আমান উদ্দিন এর ৭টি কবিতা

পহেলা বৈশাখ

প্রতি বছর শেষে যখন ঘুরে আসে পহেলা বৈশাখ
বাঙলার সর্বত্র পড়ে যায় রঙীন সাজ সাজ ভাব।

নববর্ষের আনন্দ উদ্দীপনায় ভরে উঠে সারাদেশ
বিগত বছরের দুঃখ বেদনার যেন হয়ে যায় শেষ।

নববর্ষে গ্রাম গঞ্জে বসে আবহমান বৈশাখী মেলা
আনন্দ উল্লাসে মানুষের কেঁটে যায় সকাল সন্ধ্যা বেলা।

বৈশাখী মেলায় নেই জাতি গোষ্ঠী ধর্ম ভেদাভেদ
এ নিয়ে কভু হয় না কোন ধরণের ঝগড়া বিভেদ।

মিলেমিশে বৈশাখী মেলার আনন্দ সবে করে ভাগাভাগি
কালবৈশাখী কখনো নিরানন্দ করে দেয় সবই।

বৈশাখে পান্তা ইলিশ খাওয়া ছিলো পূর্বেকার রেওয়াজ
কালের বিবর্তনে ভুলে যাচ্ছে তাহা নবীন সমাজ।

নববর্ষ পহেলা বৈশাখ বাঙালিয়ানার কৃষ্টিতে ভরা
বাঙলার ভূমিতে জন্ম নিয়ে গর্ববোধ করি মোরা।

আমাদের বাঙলা নববর্ষের ঐতিহ্য শান ও মান
চিরদিন থাকুক বহমান কভু হয় না যেন তাহা ম্লান।
১৪ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++

গিন্নী মোদের সংসারে

বেতনবিহীন কর্ম করেন
গিন্নী মোদের সংসারে
নিজ অলক্ষ্যে সকল পতি
ঋণ হয়ে যাই তাঁর তরে।

বিরাম বিহীন কর্ম সময়
গিন্নী হররোজ পার করে
ঘন্টা মিনিট মুহুর্ত নাই
কর্মক্ষেত্রে তাঁর তরে।

স্বামী সংসার ছেলে-মেয়ে
স্বজন বিজন সব নিয়ে
জীবন তাঁরা পার করে দেন
স্বার্থবিহীন প্রেম দিয়ে।

ছুটিবিহীন কর্ম তাঁদের
উৎসব এলেই যায় বেড়ে
পতির উৎসব ছুটি এলেই
শুয়ে-বসে রয় ঘরে।
১৩-০৪-২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++

নববর্ষের প্রার্থনা

বৎসর শেষে নব উদ্যমে শুরু আরেক নতুন বছর
কারো জীবন ভাসবে সুখের বন্যায় দুঃখ হবে কারো দোসর।

বছর আসে বছর যায় যাহা চিরায়ত দুনিয়ার রীতি
নববর্ষে মানুষের মধ্যে জাগ্রত হোক প্রেম আর প্রীতি।

প্রাকৃতিক বিপর্যয় থেকে ওহে আল্লাহ তোমার দয়া চাই
তুমি ছাড়া আমাদেরকে রক্ষা করার আরতো কেহ নাই।

অনাবিল সুখ শান্তির বন্যা বয়ে দিও পৃথিবীর তরে
মানব সৃষ্ট দানবের অসুর অপশক্তিতে কেহ যেন না মরে।

এই নববর্ষে প্রার্থনা দয়াময় সৃষ্টিকর্তা তোমার কাছে
তুমি দয়াল প্রভু বিনে বিপদে উদ্ধারের কেবা আর আছে।

খোদা তোমার দয়ার দিকে চেয়ে থাকে সমস্ত সৃষ্টিগণ
তুমিই সমগ্র সৃষ্টিকুলের শুধুমাত্র ভরসা পরম আপনজন।
১৫ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++

একটু খবর নিও

ঈদে আমন্ত্রণ করেছিলাম বন্ধু আসতে আমার বাড়ি
জানি না কিবা দোষে করলে আমার সাথে আড়ি।

তোমার জন্য প্রতীক্ষায় ছিলাম ঈদের সারাদিন
আসলে না প্রাণের বন্ধু হৃদয়ে বিধলো দুঃখের বীণ।

তোমার আমার বন্ধুতে ছিলোনা কোন স্বার্থের দ্বন্দ্ব
পরস্পরকে ভালোবাসি আমরা হয়ে দু’চোখ অন্ধ।

যদি তোমার অসুবিধা ছিলো আসতে আমন্ত্রণে
আমাকে জানালে দেখা করতাম আমি তোমার সনে।

তুমি ছাড়া আমার ঈদে পুলকিত ছিলোনা মন
তোমায় বিহনে এখনো আমার কাঁটতে চাচ্ছে না ক্ষণ।

তোমার মনে লয় যদি ওগো বন্ধু এসে দেখা দিও
তোমার বিরহে আমি কেমন আছি একটু খবর নিও।
১৭ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++

সৎ ও অসৎ সঙ্গ

সদা সৎ সঙ্গের সঙ্গী হলে জীবন আলোকময়
অসৎ সঙ্গীর সাথে চললে জীবন ধ্বংস হয়।

সৎ সঙ্গে জীবনরথে নেই পাপের ভয়
অসৎ সঙ্গ জীবন ও চরিত্র করে পাপিষ্ঠময়।

ভালো মানুষ চায় না কভু অপরের মন্দ
খারাপ লোকের সাহচর্যে আসে সদায় দ্বন্দ্ব।

জীবদ্দশায় চলার পথে যদি চাও ভালো
সৎ লোকের সান্নিধ্যে পাবে দিশারীর আলো।

সৎ পথে ও সত্যবাদিতায় জীবনে পাবে জয়
অসৎ ধান্দায় সদা সর্বদা জীবন করে ক্ষয়।

জীবনকে মহৎ আদর্শে যদি করো রূপায়ণ
মানবজীবন ধন্য হয়ে অমর হবে চিরায়ত মরণ।
১৬ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++

আদর্শিক জীবন

মানুষের জীবদ্দশায় শুধু হয় আত্মীয়তার বন্ধন
রূহশূন্য নিথর দেহের কেহ থাকে না আপন।

আত্মীয়তার ছড়াছড়ি দেহে থাকতে প্রাণ
চিরসত্য মরণ করে দেয় সদা আপন পর সমান।

মরণসঙ্গী কেহ হয় না প্রাণের প্রিয় স্বজন
জন্মের সাজে ছেড়ে যেতে হয় এই সুন্দর ভুবন।

রাজ্যসম স্বপ্নপুরী ভবন মালিক এই বসুন্ধরায়
কাফন ছাড়া সবই পড়ে থাকে নশ্বর এ ধরায়।

মহাজ্ঞানের পন্ডিত হলেও এই দুনিয়ার তরে
উত্তমপুণ্য ছাড়া মুক্তি পাবে না আখেরাত পরপারে।

জ্ঞান ভান্ডার দিয়ে গোটা বিশ্ব করা যায় জয়
মহৎ জীবন ছাড়া নেকপুণ্য করা যায় না ক্রয়।

অনন্ত পরকালে যখন হবে সবাই নিরুপায় অসহায়
জীবনে রাসূল (সাঃ)কে অনুসরণ আসবে তখন সহায়।

রাসূল (সাঃ)কে অনুকরণ করলে হয় আদর্শিক জীবন
পাপপুণ্য হিসাব ছাড়া মিলে স্বর্গ যবে হয় মরণ।
১৯ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++

সত্য বনাম মিথ্যা

সত্য বলতে কিসের ভয়
সত্যের কভু হয় না ক্ষয়।

সত্য পথে থাকলে বলীয়ান
জীবন মরণে হবে মহীয়ান।

সত্যে দেখায় আলোর পথ
মিথ্যাতে ধ্বংস জীবনরথ।

জীবনে সত্যকে আঁকড়ে ধরো
মিথ্যাকে মনেপ্রাণে ঘৃণা করো।

সদা সত্যের মধ্যে নিহিত জয়
মিথ্যাতে পাপিষ্ঠ জীবন হয়।

সত্যবাদী হয়ে গঁড়লে জীবন
ভয় নাই যখন আসবে মরণ।

সত্যকে করো জীবনের পণ
বিজয়ী হবে জীবনযুদ্ধ রণ।

সত্যের জন্য লড়াই করো
উত্তমপুণ্য দিয়ে ঝুলি ভরো।

মিথ্যাকে যদি দাও আশ্রয়
জীবন মরণে পাবে না জয়।

সত্যকে আঁকড়ে কাঁটাও জীবন
সার্থক সফল হবে মানবজীবন।
১৮ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।