আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অদম্য পাঠশালা

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে অদম্য পাঠশালা পরিচালিত হচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পীরেরবাজারে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
করোনাকালে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানো, যাদের অনলাইনে ক্লাস করা এবং গৃহশিক্ষক রেখে প্রাইভেট পড়ার সুযোগ নেই তাদের জন্য বিনাবেতনের স্কুল ‘অদম্য পাঠশালা’।
পর্যায়ক্রমে নগরীর অন্যান্য স্থানেও ‘অদম্য পাঠশালা’ এর শিক্ষা সহায়তার কার্যক্রম পরিচালিত হবে।
আজকের অদম্য পাঠশালায় পাঠ্যদানে উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর,জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা,ইমন আহমদ, শিক্ষকমলন্ডলীর মধ্যে আবু সাইদ সোহাগ (ভাসানী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), শাহিন আহমদ (সিলেট সরকারী কলেজ), নাইম আহমদ (সিলেট পলিটেকনিক) প্রমুখ।