আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের দাবীতে ঝিনাইগাতীর তিনআনী বাজারের মানববন্ধন

 

 

শামছুল ইসলাম খান,ঝিনাইগাতী, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ ১৯ আগষ্ট ২০১৯ ইং সোমবার বেলা ১১ ঘটিকায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তিনআনী ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিনআনী বাজারের দুই পাশের ড্রেনেজ ব্যবস্থা তৈরি করার দাবীতে। জাসদ নেতা একে এম ছামিদুল হক, মিজানোর রহমান, মোহাম্মদ আনিছ আহমেদ, মুক্তিযুদ্ধা ছাবেদ আলী মাষ্টার, রফিকুল ইসলাম ছানা, অগ্রনী ব্যাংক ম্যানেজার শরীফ হোসেন সরকার, জাসদ জেলা ছাএ নেতা রফিকুল ইসলাম মান্নান, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক তীনআনি বাজারের সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। সকলের বক্তব্যে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন অতিব গুরুত্বপূর্ন এই বাজারের রাস্তার দুই পাশের ড্রেন পরিস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন।