আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

মৌলভীবাজার ৪ আসনে ষষ্ঠ বারের মতো বিপুল ভোটে আ.লীগের প্রার্থী ড. মো. আব্দুস শহীদ জয়ী

 


দীপ্তনিউজ ডটকম,
এহসান বিন মুজাহির:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এক লক্ষ সতেরো হাজারের অধিক ভোট পেয়ে ষষ্ঠ বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আ.লীগের নৌকা প্রতিকের প্রার্থী উপাধ্যক্ষ আলহাজ্ব ড. মো. আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল উপজেলায় ৮০টি ও কমলগঞ্জ উপজেলায়মোট ৭২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ২,১১,৬৫৯ টি ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৯৪,২১৩ টি ভোট।

এছাড়া চরমোনাই পীর মনোনীত ইসলামী আন্দোলন এর প্রার্থী মাওলানা সালাহ উদ্দিন হাত পাখা প্রতিকে পেয়েছেন মোট ১৩২৫ ভোট এবং গণ ফোরামের প্রার্থী অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ (সম্প্রতি শ্রীমঙ্গলে সাংবাদিক সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন) উদিয়মান সূর্য প্রতিকে পেয়েছেন মোট ১৪৭টি ভোট।

উল্লেখ্য, এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৫৮ হাজার ৮৩০জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ২ লক্ষ ১৯ হাজার ৫৫০জন ও কমলগঞ্জ উপজেলায় ১ লক্ষ ৭৯ হাজার ২৮০ জন ।

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হওয়া প্রার্থীকে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর এসএমসির সভাপতি ইসমাইল মাহমুদ, স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া।