আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

চট্টগ্রাম উইমেন্স চেম্বারের শ্রেষ্ঠ সংগঠন পদক পেল গ্রাসরুটস্

দীপ্ত ডেস্কঃ চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্স কর্তৃক শ্রেষ্ঠ সংগঠনের পদক পেয়েছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস্। গত ৪ নভেম্বর চট্টগ্রামের একটি অভিজাত সেন্টারে আয়োজিত এক অনারম্বড় অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন গ্রাসরুটস্ ট্যুরিজম নেতৃবৃন্দ। এ উপলক্ষে ৭ নভেম্বর বুধবার তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস্ ট্যুরিজম সিলেট জেল রোডস্থ কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর জেলা সহ সভাপতি হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি বিলকিস নুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পাশাপাশি তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস নারীদের উন্নয়নের জন্য কাজ করছে। গ্রাসরুটস নারীরা কিভাবে নিজেদের স্বাবলম্বী করতে পারে সে ব্যাপারে পরামর্শ ও সেবা প্রদান করে যাচ্ছে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর নেতৃবৃন্দরা সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করছে। তারা নিজেদের উপার্জনের টাকা দিয়ে সমাজে অনেক উন্নয়নমুলক কাজে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বর্তমানে নারীরা আজ কোন অংশে কম নয়। কর্মদক্ষতার কারণে সমাজ ও দেশের অনেক উন্নয়নে অবদান রাখছে। দেশের বাহিরে গিয়ে উপার্জন করে জীবিকা নির্বাহ করছে। দেশের প্রতিটি সেক্টরে এখন নারীরা কাজ করছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে এখন মেয়েরা অনেক এগিয়ে।
জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহানা আক্তার নয়ন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর সদস্য সানজিদা খানম, নাজনীন চৌধুরী, সুলতানা জান্নাত, দিলরুবা খানম, আরমান আরা, গ গ্রাসরুটস ট্যুরিজমের পক্ষে অনিন্দিতা মিত্র, ফারহান আক্তার, বনানী সিংহা, পারভীন আক্তার, অরূপ দেব, ফাইয়াজ হোসেন ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে কেক কেটে তৃণমূলের বর্ষসেরা এ্যাওয়ার্ড প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেন।