আজ-  ,


সময় শিরোনাম:
«» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত «» জুড়ীতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু «» জুড়ীতে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে যুব ফোরামের সভা অনুষ্ঠিত «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

বগুড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান

## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি:বগুড়া সদর উপজেলা লাহিড়ীপাড়া ইউনিয়নের ডেকড়া পশ্চিম পাড়া গ্রামে  স্বামীর বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী।  তাঁর উপস্থিতি টের পেয়ে পালিয়েছেন স্বামী। দুই সন্তানের জননী মামুনী খাতুন  ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ডেকড়া পূর্বপাড়া গ্রামের আলহাজ্ব আব্দুস সামাদ ( এরফান আলী) এর ছেলে আব্দুল আজিজ হারুনের সাথে একই গ্রামের আবুজার রহমান দুলু আকন্দর মেয়ে দুই সন্তানের জননী মামুনী খাতুনের সঙ্গে দীর্ঘ চার বছর  প্রেম করেন। এই সম্পর্কের জেরে অভিভাবক ছাড়াই গত ২৮ শে আগস্ট ২৩ ইং বিয়ে করেন তাঁরা। বিয়ের পরে বগুড়া শহরের ভাড়া বাসায় কিছু দিন ঘর সংসার করেন। পরবর্তী সময়ে আর ওই মেয়ের বা তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না রাখায় গতকাল বুধবার (১৭ এপ্রিল) বিকালে স্বামীর বাড়িতে এসে অবস্থান নেন স্ত্রীর স্বীকৃতির দাবিতে। এবিষয়ে খোঁজখবর নিয়ে জানা যায় দুই সন্তানের জননী মামুনী খাতুন পাপিয়া উলিপুর গ্রামে শহিদুল ইসলাম প্রবাসীর সঙ্গে প্রথম বিবাহ হয় সেই ঘরে একটি ছেলে সন্তান লিমন নাম ১১ বছার বয়স রয়েছে , এরপর ছাড়াছাড়ি হলে মামুনী খাতুন পাপিয়া নিজ গ্রামে দ্বিতীয় বিবাহ করে রঞ্জু মোল্লাকে, সেই ঘরে ৬ বছরের মেয়ে সন্তান রেখে আবারও, একই গ্রামের  অবিবাহিত আব্দুল আজিজ হারুনের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান নিয়েছেন।