আজ-  ,


সময় শিরোনাম:
«» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন «» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু

মোঃ আসাদুল হক এর ২টি কবিতা

মোঃ আসাদুল হক এর ২টি কবিতা

ঈদ এসেছে ঈদ এসেছে

ঈদ এসেছে ঈদ এসেছে
চাঁদ হেসেছে ওই আকাশে
কে রে তোরা দেশে বিদেশে
তোরা যারা দূরের
কাছে এসে হরষে খুশিতে যা ভেসে।

ভুলে গেছিস্ যারে টেনে নে রে তারে
যা রে বুকে বুকে মিশে আনন্দ হুল্লোড়ে
দে ছেড়ে তোর দুঃখরে যমুনার তীব্র তোড়ে
ঘরে ফিরে এক সাথে খা
সেমাই পোলাও মাংস খিচুড়ি রান্না করে।

এমন ঈদের দিনে থাকিস্ না রে মলিনে
হউক কম দামী নে রে তুইও পাঞ্জাবি কিনে
দল বেঁধে চল্ রে ঈদের জামাতের পানে
খুঁজে নে রে তারেও টেনে
কাঁদছে যে যেখানে ভারাক্রান্ত মনে।

ঈদের এই একদিনে
যা না রে তুই ভেসে পুণ্যের বানে
যে আছে রে তোর দীর্ঘদিনের প্রণয় বন্ধনে
দে অন্তত একটি ফুল তারে কানন থেকে এনে
তার হাতটি টেনে আপন পানে
চেয়ে চেয়ে তার নয়নে নয়নে।

আনন্দ তোর কর রে ভাগাভাগি
আঁধার নাশা সোনালী রবি উঠরে তই জাগি
বিলিয়ে দিয়ে নিজেরে খোদার রাহে হ রে বিবাগী
হয়ে আল্লাহর দরগার ভিখারি
যতো পারিস্ নে রে তুই নেকি ভিক্ষা মাগী।
১০.০৪.২০২৪ইং

++++++++++++++++++++++++++

আমার আকাশে ঈদের চাঁদ উঠেনি

আমার আকাশে ঈদের চাঁদ উঠেনি
কতজনে বলছে- এই চাঁদ, এই যে চাঁদ! আমি শুধু শুনি
কত যে চেয়ে রইলেম আমি চোখে চাঁদ দেখিনি
আমার আকাশে বুঝি ঈদের চাঁদ উদয় হয়নি।

কতরা লয়ে স্বজন স্বজনী করে টানাটানি
জিগায় এরে তারে- চাঁদ দেখছোনি? চাঁদ দেখছোনি?
কত না আনন্দে ওদের সোনার বরণ মুখখানি
বলছে- কাল ঈদ, কাল ঈদ, জানোনি?

কালো ঘেঘ সব ভেসে এলো আমার আকাশে
বলে যায় আমারে মেঘ বয়ে আনা দুরন্ত বাতাসে
দুঃখ যদি তোমার বারোমাসে
রে অভাগা- তোমার আবার ঈদ কিসে?

আলেয়ার আলো আর না গো জ্বালো
দীনদুঃখী দীনদরিদ্র চেহারা আমার অতি কালো
আমার জন্য নয় গো পদ্ম পঙ্কজ নলীন শতদল
নয় গো আমার জন্য ঈদ আনন্দের কলকল!

তোমরা করো আনন্দ সৈকতের বালুচরে
রিমঝিম বৃষ্টিতে প্রজাতির রঙ্গিন পাখায় উড়ে
কত কথা বলে বলে এরে তারে; গোপন কথার সমাচারে
উজাড় করো নিজেরারে; উজ্জ্বল তোরণে তীর্যক দুপুরে
বিভোর হও কবিতা গীতির ছন্দে
আমার না হয় এই ঈদ গেলো- নিরানন্দে।
১১.০৪.২০২৪ইং