আজ-  ,


সময় শিরোনাম:
«» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন «» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু

মাহাবুব আহমেদ এর ৫টি কবিতা

মাহাবুব আহমেদ এর ৫টি কবিতা

প্রলয়ে রুদ্র আসবে বলে

প্রলয়ের ঘোষণা সৃষ্টি করে
ধূসর মেঘের ভীষণ মহা গান।
মৃত্যুর দূত অস্ত পথে চলে
অমানুষ অবস্থা মুখে নিল ভাবন।

পৃথিবী শুন্য হবে রণহারে
ভূমিকম্প আসবে বহুধারে।
অলীন করে আবার ধৃত পৃথিবী
সমাপ্তির পূর্বস্থিতি সাধ জড়িয়ে।

প্রলয়ের অগ্নি পৃথিবীর হৃদয়ে
আগুনের মাতৃতন্ত্র প্রজনন।
অনন্ত রাত্রি প্রলয়ের জন্যে
ধর্মের দিকে তিনি করে চলে গতিমান।

অদৃশ্য হতে যাচ্ছে জীবনের পথে
কালো মেঘ ভেসে আসছে অশান্তির লয়।
মৃত্যুর নিঃস্বার্থ বেণী বাজছে
সবাই অনুভব করছে মহাপ্রলয়ের মহাগণ।

প্রলয় রুদ্র আসবে বলে
সৃষ্টি করে সমস্ত সত্তা স্বতস্ফুর্ত।
অমিত শক্তি তিনি ধরে রক্তের লেখা
বাণী দিচ্ছেন পৃথিবীর আদান-প্রদানের নির্দেশ।

সমাপ্তির আগে প্রলয়ের সুর
পৃথিবীর হৃদয়ে ধ্বংসের মহামারী বজায়।
অলীন করে আবার পৃথিবীর মধ্যে
প্রলয়ের আগুনে পৃথিবী পুনর্জন্ম পেয়ে নিয়ে যায়।

+++++++++++++++++++++++++++++++

বসন্ত এসেছিল

তুমি যখন আমায় কবিতার কথা বলেছিলে
বসন্তের সব রঙগুলো হাঁটু গেড়ে বসলো দৃষ্টির সীমানায়। হৃদয়ে গহীনে ভালোবাসাগুলো রঙিন স্বপ্ন হয়ে দুলছে অবিরত
কৃষ্ণচূড়ার লাল রঙ ছুঁয়ে ছিলো একতারা
হৃদয়ের মাঝে ছিল বসন্তের অনুভূতি
এ যেন এক অন্যরকম ভালোলাগা।
তুমি বলেছিলে সামনে বসন্তে
ভালোবাসার গল্প শোনাবে।
অপেক্ষায় কেঁটে যায় দিন
বসন্ত এলো! বনে বনে পাখিরা গাইছে
বাগানের ফুলগুলো ফুটলো নানা রঙয়ে তুমি এলেনা।
হাঁরিয়ে গেলে দূর আধাঁরে
যখন সময় কাছে আসার
মন উদাস করা বসন্তের সেই মাতাল সমীরণে
আজও কল্পনায় খুঁজে বেড়াই রূপকথার গল্প।
তোমাকে বলা হলো না
এখন বসন্ত আসে নানা রঙের অনেক ভালোবাসা নিয়ে।
কিন্তু আগের মত আর রঙিন স্বপ্ন দেখা হয়না
ওই দূর নীল আকাশে ডানা মেলে
রঙিন পাখি আর আগের মত উড়ে না
নদীর পাড়ে দাঁড়িয়ে কাশবন দেখা
এখন আর মন টানে না
গঙ্গা ফড়িং এর নাচ দেখা আর ভালো লাগেনা।
একসাথে হেঁটে চলা
তোমার হাত দু’টি ধরে বসে থাকা
এখন আর আগের মত কাছে টানে না।
তবুও বসন্ত আসে বছর ঘুরে ঘুরে-
আমার স্বপ্নগুলো বিবর্ণ আঁধারে
এলোমেলো হয়ে পড়ে থাকে রাত্রির গুহায়।
এখন কোথাও নেই তুমি আর?
বসন্ত আসে আবার চলেও যায়
এখনো একলা আমি আমার মত রয়ে গেলাম-
বসন্তকে সঙ্গী করে…

++++++++++++++++++++++++++++

অপেক্ষার সুরে

সুরের পাখি প্রহরে উড়ে আসে
নিঃসঙ্গ রাতে আমার ঘরে বসে।
করুণ কন্ঠে ডাকে সে আমারে
অন্তরে ভরে ওঠে কারো প্রেমে।

মন জুঁড়িয়ে যায় তার গান শুনে
সুরের মাধুর্যে মাতাল এই হৃদয়ে।
অপেক্ষায় থাকি শুধু দক্ষিণ দুয়ারে
মুখোমুখি যুদ্ধ চলে প্রেমের বাজারে।

মনের গভীরে এক আলোর স্রোতে
অচেনা পথে আমি চলি অসময়ে।
অকারণে প্রান্তরে শুধু তারা
মিলে যে নেই আমার প্রাণে।

সুরের বাতাসে হেমন্তের শীতে
স্মৃতির অঙ্গনে স্বপ্ন মোহালো।
সকল স্বপ্ন একা একা দেখে যাই
অপেক্ষার পথ অগতিতে চলে যায়।

সুরের মূর্ছনায় আমার জীবনে অধীর
শূন্যতায় হাঁরানো আমার সময়।
অপেক্ষায় আমি সেই সুরের জন্য
তোমার সৃষ্টির কারণ বুঝি আমি।

সুরের মাঝে প্রেমের গল্প লুকিয়ে
অপেক্ষায় প্রাণ স্বপ্নের সুরে।
সুরের নিত্য গতি একা আমি
অপেক্ষায় আমার মনের মৌনতা।

সুরের আমার প্রেমের গানে
মন জুঁড়ে যায় এক আলোর দিনে।
অপেক্ষায় মনের কোণে তারা
মিলিত হবে আমার প্রাণে মেলায়।

++++++++++++++++++++++++++

দুঃখের দিন

অলস আলোকিত রাতের নীরবতায় খুঁজি
স্বপ্নের সুখগুলো দুঃস্বপ্ন হয়ে ভেসে যায়।
হৃদয়ে কষ্টের লেলিহান শিখা
লুকিয়ে থাকে মনের গহীনে।

অবাক মনের স্থানে স্বপ্নের মায়াজালে
কারো আশা নিয়ে মন ভরা যৌবনে উদ্দীপনায়।
কারো ভালোবাসা হাঁরিয়ে যায় জ্বলন্ত মোমের আগুন
তবুও জীবনের পথে জলছে ক্লান্তির দুপুরে।

কষ্টের তাপে মন হয়ে যায় ব্যথিত
অধোবৃত্তে ভাসে চিরস্বপ্ন।
অকৃত্রিম উৎসাহে মন ভরা উল্লাস
আসলে শুধু স্বপ্নমাত্র নয়।

ক্ষণিক সুখের প্রতিক্ষায় মানুষ
ভুলে যায় জীবনে সত্যের পথ।
অসত্যের মাঝে সত্য অনেকটা গোপনেই থাকে
ভেসে যায় মানুষের অজানা সঙ্গীতের প্রাকৃতিক গীতি।

তবুও আশার আলোতে চলতে চায় এই জীবন
বিপদের গাঁথা কাঁটা জড়িয়ে ধরে ধুলোর পথ।
স্বপ্নের রাজ্যে মানুষ প্রাণ পেয়ে
আবার প্রিয় স্বপ্নের পৃথিবীতে ভেসে যায় দুঃখের দিন।

+++++++++++++++++++++++++++++++++

চিঠি দিও বন্ধু আমার

নীল খামে আঁকা চিঠির মাঝে
লিখা তোমার বাংলা বর্ণে
স্বপ্নের রঙিন বনে
আমার মনের আবেগ ছোঁয়ার অঙ্গে।

আকাশের নীল কাঁথায়
আমার শহরের পথে
তোমার চোখের সৃষ্টি
সোনালী সূর্যের মাঝে।

চিঠি পাঠালাম নীল খামে
বাতাসের মধ্যে ভরা
আমার ভালোবাসার শব্দ
চোখে মেঘের ঝর্ণার সুর।

তুমি পড়বে আমার কথা
হৃদয়ের গভীর থেকে
আমি পাঠাবো নীল খামে
স্বপ্নগুলির অঞ্চলে।

চিঠির আবেগ নীল খামে
প্রেমের গল্প লিখে
তোমার হৃদয়ে বাসা করে
আমার ভালোবাসার নামে।

হৃদয়ে আলোর আকাশে
মেঘের ঝর্ণার রাঙা
আমার কবিতার শব্দে
তোমার প্রেমের মেলা।

চিঠি লেখা নীল খামে
আকাশের আলোর মধ্যে
আমার হৃদয়ের আবেগ
তোমার ভালোবাসার অঙ্গে।

আমার মনের পাখি
উড়ায় আকাশের মাঝে
তোমার চোখের মধ্যে
লেখা হাসির কবিতা।

চিঠি পাঠালাম নীল খামে
আকাশের আলোয় লেখা
আমার ভালোবাসার কথা
তোমার চোখের অভিমানে।।