আজ-  ,


সময় শিরোনাম:
«» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন «» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু

আমাদের ঐ ছোটকু কাকা…

আমাদের ঐ ছোটকু কাকা…
-দেবদাস হালদার

বাপের ভাই আর দাদুর ছেলে
আমাদের ঐ ছোটকু কাকা;
লেখাপড়ায় হলেও সে ব-কলম
তবে কূটচালে বেশ পাঁকা।

জমিজমার দেখভাল আর শস্যপাতির
ভাগ-বন্টন করতো কাকা নিজে;
তাই দেখে তার পাড়াপড়শি ময়মুরুব্বি
আত্মীয় স্বজন খুশী হতো কিযে!

সেই কাকাটার বড়ো দু’ভাই
কিছুদিনের ব্যবধানে
পরপারের টিকেট কাঁটার পরে;
নিষ্কণ্টক আর বহু মূল্যবান জমিজমা
বিভিন্ন পন্থায় জেনেশুনে
নিজের ঝোলায় ভরে।

তারপরে তা বিক্রি করে একা একা
কখনো আবার বৌ মেয়েকে
করে খানিকটা দান;
এমন করে কাকাবাবু তার
বড়ো ভাইদের পোষ্য ঠকিয়ে
রাতারাতি হয় সমাজে বিত্তবান।

শেষ রক্ষা তার হয়না তবুও
সারা জনম নিজের স্বার্থে
উল্টাপাল্টা কাজকর্ম করার পরে;
অবশেষে বিত্ত-বৈভব আর
টাকা পয়সা সব ফেলে সে
এক কাপড়ে পরপারের পথ ধরে।
০৭.০৪.২৪ইং, ঢাকা।