আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন

মৌলভীবাজারে সাওতুল ফুরক্বান মাদরাসায় দ্বীনি শিক্ষার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতারী প্যাক বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে জামিয়া মাদানিয়া সাওতুল ফুরক্বান মহিলা মাদরাসায় রামাদানে দ্বীনি শিক্ষার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতারী প্যাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপনে জামিয়া মাদানিয়া সাওতুল ফুরক্বান মহিলা মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দ এ কে রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান।

মাদরাসার নাজিম মাওঃ বদরুল ইসলাম তালুকদারের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন জামিয়া আরাবিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওঃ মুফতি হাবিবুর রহমান কাসীমি।

মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওঃ সিরাজুল ইসলাম তালুকদারের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামে অনিয়ম দূর্নীতি প্রতিরোধ আন্দোলনের উপদেষ্টা শেখ তফাজ্জুল হোসেন তবারক, মোঃ মাসুদ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক), ব্যবসায়ী আব্দুল করিম, বৃটেন প্রবাসী সৈয়দ করিম সায়েম, সৈয়দ শফিউল আলম, শেখ আমিরুল ইসলাম।

এসময় মাদরাসা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ সহ এলাকায় মুরব্বিগণ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে ইফতারী প্যাক বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে মোঃ মাসুদ ফাউন্ডেশনের পক্ষে কোষাধ্যক্ষ সালেহ আহমদ (স’লিপক) জামিয়া মাদানিয়া সাওতুল ফুরক্বান মহিলা মাদরাসার শিক্ষার্থীদের টোকন প্রিন্সিপাল মাওঃ সিরাজুল ইসলাম তালুকদারের হাতে তোলে দেন।

উল্লেখ্য, মোঃ মাসুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের পবিত্র রামাদানুল মোবারকের ঈদুল ফিতর উদযাপন করার জন্য আগামী ২৬ রামাদান নগদ অর্থ প্রদান করা হবে।