আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন

মাহাবুব আহমেদ এর ৭টি কবিতা

মাহাবুব আহমেদ এর ৭টি কবিতা

অজানা পথের সন্ধানে

অবিরাম পথে অজানা রাস্তা
হাঁরিয়ে যাওয়া মন বিপথে।
একাকীত্বে আবার কি খোঁজ করে
প্রশ্নের সমাধান ঐ প্রিয়ার চোখে।

শূন্যতার গভীরে অন্ধকার
মনের অনুভূতি নিরাশা।
চিরকালের প্রতীক্ষায় বসে
সময়ের ধারা ভেঙে হাঁটা।

চিরকালের এই অকুলতায়
কে থাকে সঙ্গে হাতের মুঠোয়?
প্রশ্নের উত্তর অবিরাম
আশার আলোয় মুখের হাসি।

ভাবনার অন্ধকারে আলো দেখি
মনের গহীন স্বপ্ন নিয়ে
একা নয় আমি বসে আছি
আশার আলোতে আজও জ্যোতি ধরে।

যাত্রার পথে আমি একা
সঙ্গে সবার ছায়া ভেঙে।
অজানা রাস্তায় হাঁরিয়ে
আমি চলে আছি নিরাশায়।

প্রশ্নের উত্তর খুঁজে গেলে
সঙ্গীর ছায়া অনেকটা দেখি।
একাকিত্বের অন্ধকারে
প্রশ্নের সমাধান আলোর বন্দুকে।

অজানা রাস্তায় হাঁরিয়ে গেলে
আমি নিজেকে আবার পাই।
একাকিত্বে আমার শক্তি
আমি চলে যাই নিরাশায় চোখে।

আলোর পথে চলতে চলতে
আমি চুপকে হাঁটি।
প্রশ্নের উত্তর আমার ভেতরে
আমার নিজের সঙ্গে নিরাশার ছায়া।

অজানা রাস্তায় হাঁরিয়ে গেলে
আমি নিজের প্রতি ফিরে দেখি।
একাকিত্বের অন্ধকারে
আমি আলোর রাত্রিতে বিশ্বাস রাখি।

প্রশ্নের উত্তর আমার আবার
নিজের মনের ভেতরে লুকিয়ে থাকে।
একাকিত্বের বাঁধা ভেঙে
আমি চলে আছি আলোর পথে।

আজও প্রশ্নের উত্তর আমি খুঁজি
আমার নিজের মনের গভীরে।
একাকিত্বের অন্ধকার আবেগে
আমি আলোর পথে হাঁটি প্রতিদিন।

প্রশ্নের সমাধান আমার নিজের হাতে
আমি নিজের মনের ভেতরে খুঁজি।
একাকিত্বের বিশ্বাস আমার প্রতিদিনে
আলোর পথে হাঁটি আমি নিরাশায় চোখে।।

++++++++++++++++++++++++++

অধরা স্বপ্নের গান

অপূর্ণ আকাঙ্খা আমার কত বিচ্ছিন্ন
চরিত্রের বিন্যাস কল্পনার অভিন্ন।
যে গল্পে ছিল সীমাহীন আকাশ
তার পূর্ণতা করে নি অদৃশ্য দাশ।

চরিত্রের ভূমিকা নিত্য অনুভূতি
ব্যাখ্যা করে সত্য ও মিথ্যা দু’টি।
কাহিনী যা ছিল অসমাপ্ত রহস্য
সেই মোড় পেতে আমি চাই অনুভব স্রোতস্রব।

কবিতা হয়ে বিশেষ মুখে স্বদেশ
চরিত্রের পরিচিতি যে বৃদ্ধি নেয় দেশ।
প্রতিটি শব্দে প্রতিটি বাক্যে
ছুঁইয়ে যায় অদৃশ্য স্থানে।

অধরা পূর্ণ করি গল্প লেখা নতুন
চরিত্রের দিয়ে করি সত্য ও সুন্দর।
গল্পের সাহিত্য স্বপ্নের সৃষ্টি
সেই আলোকিত পথে পথ হতে যতদিন।

লেখার ইচ্ছে জ্বলছে সাধারণ সময়ে
অপূর্ণ করি আজ নতুন অধয়ে।
সৃষ্টির প্রতিটি মুহূর্তে আমি
পূর্ণ করি সব অধরা স্বপ্ন আজ তুমি।।

+++++++++++++++++++++++

মেঘ ও বজ্রের প্রেমগাথা

নীল আকাশের বুকে ডানা মেলে উড়ে যায় গাংচিল গাংচিলকে বলেছিলাম মেঘকে খুঁজে দিতে
অনেক খোঁজাখুঁজির পরেও
মেঘকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

বজ্রপাতের আড়ালে মেঘকে লুকিয়ে রেখেছে
আকাশের এই বুকে মেঘের ছায়া ঘন হয়ে
প্রেমের মতো তারা জড়িয়ে আছে সযতনে।

মেঘের কোলে চুমু খায় ঝর্ণার স্নিগ্ধতা
আমিও খুঁজি তাতে মনের অমিত সুখতা।
আকাশের এ কোণে মেঘের গান বাজে
প্রেম ও প্রকৃতির মাঝে লুকোচুরির আড়ালে।

কিন্তু মেঘের সাথে যখন বজ্র উঠে আসে
মনে হয় ভালোবাসা কি সত্যি অবিনাশী?
বজ্রপাতের শব্দে যেন ভাঙে হৃদয়ের খিল
প্রেমের এই উৎস কি তবে অনিশ্চয়তার খেলা?

আমি চেয়ে দেখি আকাশের অসীম মেলা
মেঘ আর বজ্রের মাঝে অদ্ভুত এক খেলা।
একটা মেঘ কি কেবল বৃষ্টি নামায়ে দেয়?
নাকি বজ্রের চমকে দেখা দেয় নতুন রূপের রেখা?

মনে হয় প্রকৃতির এই খেলায় লুকানো
প্রেম ও ব্যথার সূক্ষ্ম এক মেলবন্ধন।
মেঘের স্নিগ্ধতা ও বজ্রের তেজ
যেন জীবনের দুই পাঠ সুখ-দুঃখের সাজ।

ভালোবাসা যেন মেঘের মতো অনিশ্চিত
আজ এখানে কাল হয়তো অদৃশ্য অমিত।
তবু মন খুঁজে ফেরে সেই মেঘের কোলে
বজ্রপাতের মাঝেও খুঁজে ফেরে ভালোবাসার বীজ অমোল।

বজ্রের প্রতিধ্বনি মনে করিয়ে দেয়
জীবন যেন এক ঝড়ের পর শান্ত আকাশের খেলা।
প্রেমের আলো ও ছায়ায় জীবনের গল্প গড়া
মেঘ ও বজ্রের মাঝে প্রেমের সত্য সারা।

এই প্রকৃতির লীলা মেঘ ও বজ্রের খেলা
শেখায় আমাদের প্রেম ব্যথা আনন্দ সবকিছুর মেলা।
মেঘের কাছে ভালোবাসা খুঁজতে গিয়ে
জীবনের এই বজ্রপাতের গল্পে নিজেকে জড়িয়ে দিয়ে।

আসলে প্রেম ও প্রকৃতির এই অদ্ভুত খেলা
জীবন যেন মিলেমিশে একাকার হয়ে রয়।।

++++++++++++++++++++++++++

বৃষ্টির সুখ

ভাসলো সাদা মেঘের কান্না বৃষ্টির রোদে
মাতাল পৃথিবীতে সুরের সংগীত শুনাতে।
হৃদয়ে ঝুমঝুম এক আনন্দের স্পন্দন
বৃষ্টির আবেগে ঝুলে থাকে বিহঙ্গর মন পূর্ণিমা আলো।

ভাসলো ভেজানো মেঘের মৃদু স্পর্শ
পৃথিবীর মুখে হাসির ছাপ রেখে আপন প্রেমের সুখ।
হৃদয়ে মিশে গেল স্বপ্নের স্বর্গের সবুজ গ্রাম
বৃষ্টির আবেগে থাকে মধুর সুরে পূর্ণিমা রাত।

হাঁরিয়ে যাওয়ার সাথে ভেজা হৃদয়ের প্রতিদিন
ভাসলো নীরব প্রেমের স্বাদ অন্তরে সমাহিত।
বৃষ্টির ছায়ায় লুকিয়ে রয়েছে স্বপ্নের সকল সুখ
অনেকের মনে সেই স্বপ্নের প্রেমের গান বাজে
শুধুমাত্র চাঁদের পূর্ণিমা রাতে।

ভাসলো সাদা মেঘের কান্না বৃষ্টির রোদে
মাতাল পৃথিবীতে সুরের সংগীত শুনাতে।
হৃদয়ে ঝুমঝুম এক আনন্দের স্পন্দন
বৃষ্টির আবেগে ঝুলে থাকে বিহঙ্গর মন পূর্ণিমা রাতে।

ভাসলো নাজুক স্পর্শ সময়ের নিবিড় মৃত্যুরহস্য
বৃষ্টির ছায়ায় পড়ে নিল স্মৃতির কপাট
অনেকের মনে সেই স্বপ্নের ঘর ফুরায়
ক্ষণভরের দিন শেষের মত।

মেঘের গভীরে ভাসলো আলোর নিবিড় ছায়া
হৃদয়ে বাজে সুরের সংগীত
হৃদয়ে লুকিয়ে রয়েছে প্রেমের গীত
খুলে দিল স্মৃতির কপাট
আমাদের প্রেমের গান বাজে শুধুমাত্র পূর্ণিমার রাতে।

++++++++++++++++++++++++++++++++

প্রেমাঞ্জলিঃ গ্রামের পথ ধরে

প্রিয়তা, যাবে আমার সাথে ছোট সেই গ্রামে
আমি যাবো কতদিন ভিজাইনি পা শিশিরের জলে।
হাতে হাত রেখে দু’জন চলব আমরা
সেই পথ ধরে যে পথ শুধুই তোমার আমার।

সেই গ্রামের মাটির ঘ্রাণ সবুজে মোড়ানো
প্রাণে প্রাণে মিলনের সুর ভালোবাসার ছোঁয়া।
দু’চোখ ভরে দেখব আমি আকাশ পানে চেয়ে
তুমি আমি মিলে মিশে একাকার হয়ে।

বর্ষার দিনে ভেজার খেলা রিমঝিম শব্দে গান
চারিদিকে সবুজের মেলা নেই কোনো ম্লান।
কাদায় মাখামাখি হাসি আর খুশির রঙে
প্রেমের বাঁধনে আমরা মিলব দু’জনের সঙ্গে।

কলমি লতার পাশে নদীর ধারে বসে
কত গল্প কত কথা মনের কোণে রয়েছে জমে।
কোকিলের ডাকে মিশে প্রকৃতির এই খেলা
আমাদের প্রেম গল্পের এক নতুন মেলা।

সন্ধ্যা নামে গ্রামের পথে দীপ জ্বেলে মায়া
আমরা দু’জন মিলে হেঁটে গল্প করি ছায়া।
তারার আলোয় মিশে যায় দু’জনের মন
প্রিয়তা, তুমি আমি হয়ে যাই একাকার সমানে সমান।

প্রতিদিনের এই পথ চলা আমাদের প্রেম কাহিনী
প্রকৃতির সাথে মিশে আমাদের প্রেমের বাণী।
সেই ছোট গ্রামের পথে আমাদের স্মৃতির মেলা
প্রিয়তা, তুমি আর আমি এক অমর প্রেমের খেলা।

শেষ হবে না এই কবিতা যতদিন না বলা হয়
আমাদের প্রেম কাহিনীর অন্তিম অধ্যায়।
চলবে এই প্রেমের গল্প চিরকাল ধরে
প্রিয়তা, যাবে আমার সাথে গ্রামের সেই পথ ঘুরে।

মনের মাঝে সঞ্চারিত এক অবিরাম প্রেম
সেই ছোট গ্রামের পথে আমাদের ভালোবাসার মেনে।
চলতে থাকবে এই যাত্রা জীবনের সংগীতে
প্রিয়তা, তুমি আর আমি প্রেমের মিঠে রোদ্দুরে
হেঁটে যাব গ্রামের মেঠো পথ ধরে।।

+++++++++++++++++++++

অপ্সরী হেঁটে যায়

অপ্সরী হেঁটে যায় সাথে জোছনা রাত
মনের আলোয় পূর্ণিমা স্বপ্নের আবাস।
সমুদ্রের তীরে পাহাড়ের কাছে
সুরের মধুর সুর সুবর্ণ প্রহরের হাসি।

প্রজাপতির মধুর গন্ধ মিশে গড়ে
স্বপ্নের আকাশে অপূর্ব নীল রঙ।
পাখিরা গান গায় বনের বৃত্তে
অপরূপ সৌন্দর্য ছড়ায় চরণের তরে।

অপ্সরী হেঁটে যায় স্বর্গের মধ্যে
অজানা পথে সবুজ পরিচ্ছদ তারাদের সাথে।
প্রেমের মাধুর্য ছড়ায় আবার আসে
স্নেহের নগরীতে প্রতিবিম্বিত আশায়।

আকাশের আলো প্রেমের আলোয় বিস্তৃত
অপ্সরী হেঁটে যায় সুখের পথে জাগরিত।
জীবনের সব বাধা ভেঙে যায়
আকাশের নীল প্রান্তরে স্বপ্নের মোহনায়।

অপ্সরী হেঁটে যায় সাথে জোছনা রাত
সুখের স্বপ্নে ভাসে মনের আলোয় আলোকিত হয়।
প্রেমের মাধুর্যে লিপ্ত বন্ধুতা
সত্যের সৃষ্টিতে জন্মে নতুন প্রাণ।

সুরের মধুর সুর, সুবর্ণ প্রহরের হাসি
অপ্সরী হেঁটে যায় সাথে জোছনা রাত।
সমুদ্রের তীরে পাহাড়ের কাছে
পূর্ণিমার আলো সুরজের সুতলে প্রেমের রং।

স্বপ্নের আকাশে সঞ্চার অপূর্ণ আকাশ
মনের পাখি গান গায় অনন্ত সময়ের অন্ধকারে।
প্রেমের সুরে লালন পেয়ে যায়
অপ্সরী হেঁটে যায় সুখের পথে জাগরিত।

+++++++++++++++++++++++++

নীলোৎপলের প্রেম

প্রজাপতির আসে ধুলো ধুলো পথে
তাঁহার কাছে আছে কি আমি জানি না
কিন্তু আমার চোখে একটা নীল আকাশ।
অব্যক্ত অশ্রুময় মেঘের মাঝে গোপন
কুয়াশা শেষে নিঃস্বার্থ স্নেহের ধারা।

কত সময় পার করে কোথাও যেন নেই
বন্ধুত্বের চেয়ে বড় অভিমান।
এক দিন আসবে জ্বলে উঠবে প্রজাপতির আলো
আমার প্রিয়া বলবে শেষে আমার আশা।

মেঘের আকৃতি মনে হয় মন মিলায়
গেয়ে যায় যেমন বৃষ্টির গান
হাঁরিয়ে যাই আমি সীমান্তের ওপারে।

অতলের গভীরে আলোর পথ খুঁজে
আমি হাঁরিয়ে যাই সন্ধ্যার মাঝে।
নীল জলে ভাসে হৃদয়ের অবাক কাহিনী
নীলোৎপলে লুকিয়ে রয়ে বিচারাধীন।

অশ্রুপাতে ভেসে যায় অমর স্মৃতির ঝুরি
মিছিলের রঙিন পথে দুঃখের ধূলোতে মুখ লুকাই।
আঁধারের মধ্যে ভালোবাসার প্রকাশ
হৃদয়ের অন্ধকার ছিঁড়ে দেয় তোমার আশা আলো।

মেঘের ছায়ায় ভাসমান হৃদয়ে
তুমি ছিলে সবসময় সঙ্গে আমার স্মৃতির ভিতরে।
কিন্তু এখন সাগরের গভীরের অতলে তলিয়ে যাও
চোখের জলের পুলকে ভাসিয়ে গেছ সময়ের লজ্জা।

অশ্রুভরা চোখে নদীর ধারা
প্রেমের ক্ষতির দিকে সাগরের শিখরে হারা।
কতটা স্বপ্ন বাসা করবে তোমার চারপাশে
কিন্তু সেই স্বপ্ন হয়ে গেল সাগরের গভীর অন্ধকারে।

অধীর পাখির মত পাখির মত উড়ে যাওয়া
অন্ধকারের মধ্যে প্রেমের আলো খুঁজে পাওয়া।
আমার মনের কোণে তুমি সবসময় বিরাজ করবে
স্মৃতির গভীরে আমার প্রিয় নীলোৎপলের মতো।