আজ-  ,


সময় শিরোনাম:
«» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন «» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু

রাজনগরে কাছাড়ী চৌকিটিলা খানক্বাহ শরীফের বার্ষিক জলসা সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগরে রাজনগর উপজেলাধীন টেংরা ইউনিয়নের এর কাছাড়ী গ্রামে হযরত মাহমুদ আলী তেলীজুড়ী (রহ.) পীর সাহেবের আসন ও মনা ফকির (রহ.) এর মাজার সংলগ্ন কাছাড়ী চৌকিটিলা খানক্বাহ শরীফের বার্ষিক জলসা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বাদ যোহর হইতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কাছাড়ীর সভাপতি মাওলানা আজিজুর রহমান তালেব ও গাউছুল আজম জামে মসজিদ কাছাড়ী রাউবাড়ির ইমাম মাওলানা জুনাইদ রেজা ক্বাদেরী দ্বয়ের সভাপতিত্বে পবিত্র কুরআন হাদিসের আলোকে বয়ান চলে রাত ৯টা পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে পবিত্র কুরআন হাদিসের আলোকে বয়ান পেশ করেন আব্দুল মতিন খান একাডেমি হাজিপুর কুলাউড়ার পরিচালক মাওলানা আলাউদ্দিন সাইফি। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা রাজনগর উপজেলার সাবেক সভাপতি মাওলানা আলাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন রাজনগর ডিএস ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন, কাছাড়ী বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল করিম, কাছাড়ী নূরানী জামে মসজিদের ইমাম মাওলানা হিফযুর রহমান।

ইসলামী ছাত্রসেনা কাছাড়ীর সভাপতি হাফিজ সেজু আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা রাজনগর উপজেলা শাখার অর্থ সম্পাদক হাফিজ আব্দুল ওয়াহিদ।

রাত ৯টা জাইসাফ মৌলভীবাজার পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে সারারাতব্যাপী জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানমালায় হাজারোধিক আশিকান, মুরিদান ও ভক্তবৃন্দের আগমন ঘটে। বাদ ফজর তাবারুক বিতরণ এবং মুসলিম উম্মাহ ও দেশবাসীর শান্তির কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী কাছাড়ী চৌকিটিলা খানক্বাহ শরীফ প্রতিষ্ঠার পর থেকেই এখানে শরিয়ত সম্মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছিল। হযরত মাহমুদ আলী তেলীজুড়ী (রহ.) পীর সাহেবের আসনে ১ম খাদিম হিসেবে দায়িত্ব পালন করেছেন পীর সাহেবের অন্যতম খলিফা কামেল মনা ফকির (রহ.)। মনা ফকির (রহ.) এর মৃত্যুর পর দীর্ঘদিন খাদিম বা পরিচালকহীন আসন কর্তৃক বার্ষিক জলসা অনুষ্ঠিত হইত ঠিকই, কিন্তু খানক্বাহ এর কার্যক্রম বন্ধ ছিল।

অতঃপর সেখানে দ্বিতীয় খাদিম হিসেবে দায়িত্ব পালন করেছেন চৌকিটিলা খানক্বাহ শরীফ পীরস্থানের ভুমিদাতা পরিবারের সদস্য মুহাম্মদ আয়ুব আলী। ওনার খেদমতের সময় কিছু অসাধু ভন্ড প্রভাবশালীরা বার্ষিক জলসায় ওরসের নামে বেহায়াপনা ও গান বাজনার আয়োজন করত। সর্বশেষ ২০১২ সাল থেকে খানক্বাহ শরীফের তদারকি ও পরিচালনায় যুক্ত হোন এলাকার শিক্ষিত যুব সমাজ।

শাহ্ জালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদ কাছাড়ী সংগঠনের সদস্যদের মাধ্যমে পূণরায় প্রতি আরবি মাসের প্রথম বৃহস্পতিবার খানক্বাহ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। তথাপিও বার্ষিক জলসায় অসাধু ভন্ডদের উদ্যোগে বেহায়াপনা ও গান বাজনা আয়োজন করা হত। কিন্ত ২০১৯ সালে এলাকার তরুণ শিক্ষানুরাগী ন্যায়পরায়ন যুবক ইসলামী ছাত্রসেনা রাজনগর উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক ক্বারী জাকির হোসেন শাকিব এর উদ্যোগে স্থানীয় তরুণ সমাজকে সাথে নিয়ে সমস্ত বেহায়াপনা চিরতরে বন্ধ করে ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবছরও সুন্দরভাবে কুরআন সুন্নাহ ভিত্তিক জলসা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।