আজ-  ,


সময় শিরোনাম:
«» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত «» জুড়ীতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু «» জুড়ীতে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে যুব ফোরামের সভা অনুষ্ঠিত «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

নবীগঞ্জ গুজারখাই মরহুম আব্দুল কদ্দুছ ও মরহুম বেগম রহিমুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুজারখাই আলহাজ্ব আব্দুল নোমানের আয়োজনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারী) নবীগঞ্জ গুজারখাই মরহুম আব্দুল কদ্দুছ ও মরহুম বেগম রহিমুন্নেছা ফাউন্ডেশনের উদ্দ্যোগে আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি চক্ষু হাসপাতাল নবীগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে ও মৌলভীবাজার মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সহায়তায় বিনামুল্যে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

এসময় ফ্রি ঔষধ, চোখের ছানি অপারেশন ও চশমা দেওয়া হয়। আলহাজ্ব আব্দুল নোমানের বাড়িতে অনুষ্টিত চক্ষু শিবিরে ৫ শত ৫৩ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় ৭ শিশুকেও চিকিৎসা সেবা দেওয়া হয়। এদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৫ জন মহিলাকে ছানি অপারেশনের জন্য মৌলভীবাজার মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালের পাঠানো হয়েছে। ২৪০ জন মহিলা পুরুষকে চশমা দেওয়া হয়।

২০১৬ সাল থেকে মরহুম আব্দুল কদ্দুছ ও মরহুম বেগম রহিমুন্নেছা ফাউন্ডেশননর পক্ষ থেকে এই কার্যক্রম চলে আসছেন।

এসময় উপস্থিত ছিলেন ৮নং সদর নবীগঞ্জ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ পৌর মেয়র সাব্বির আহমেদ চৌধুরী, ফাউন্ডেশনের পরিচালক লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল নোমান, রায়হান, হাফিজ রেদওয়ান, হাফসা, আয়শা, কাইয়ুম তালুকদার সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।