আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন

মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে গণঅভ্যুত্থান দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল ও সমাবেশ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে গণঅভ্যুত্থান দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দুপুর ১২টায় মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ সংগঠক রাজিব সূত্রধরের সভাপতিত্বে এবং কলেজ শাখার সংগঠক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সহ-সভাপতি প্রিতম দাস।

সমাবেশ পরবর্তীতে পুরো ক্যাম্পাসে মৌলভীবাজার সরকারি কলেজে বিদ্যমান পরিবহন-আবাসন, শিক্ষক, ক্লাসরুম সংকট নিরসন করা ও চিকিৎসা কেন্দ্র নির্মাণের দাবিতে এবং সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখা মিছিল করে।