আজ-  ,


সময় শিরোনাম:
«» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন «» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জানুয়ারী) সকাল ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠার ৪ দশক উপলক্ষে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সংগঠনের কলেজ শাখার পক্ষ থেকে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা রাজিব সূত্রধরের সভাপতিত্বে এবং ছাত্রনেতা প্রিতম দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী, মৌলভীবাজার সরকারি কলেজ সংগঠক আবু তালেব, মহিলা কলেজ শিক্ষার্থী তাহীবা ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকতা, প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলন, সন্ত্রাস দখলদারীত্ব, ধর্ষণ বিরোধী আন্দোলন, শ্রমিক কৃষক মেহনতী মানুষের অধিকার আদায়ের দাবি নিয়ে দীর্ঘ চার দশক আন্দোলন সংগ্রাম করে আসছে।

বক্তারা মৌলভীবাজার সরকারি কলেজ বিদ্যমান শিক্ষক সংকট, ক্লাস রুম সংকট, পরিবহন সংকট নিরসন, ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান এবং ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যার তীব্র নিন্দা জানান ও হত্যার সাথে জড়িত গ্রেফতারকৃত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সমাবেশ পরবর্তীতে কলেজ ক্যাম্পাসে মিছিল অনুষ্ঠিত হয়।