আজ-  ,


সময় শিরোনাম:
«» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন «» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু

খুলনায় গাঙচিলের মাসিক সাহিত্যানুষ্ঠান

বিশেষ প্রতিনিধিঃ

খুলনায় গাঙচিলের নিয়মিত মাসিক সাহিত্যানুষ্ঠান ও গাঙচিলকণ্ঠ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় খুলনা জেলার মাসিক অনুষ্ঠান ও গাঙচিলকণ্ঠ পত্রিকার মোড়ক উন্মোচনে কবি কানিজ বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেঠোকবি মফিদুল ইসলাম।

গাঙচিল খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অলোকেশ মণ্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম ও কামরুল ইসলাম মৃধা। সম্মানিত অতিথি ছিলেন গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন।

অনুষ্ঠানে কবিতা পাঠ ও গান গেয়ে অংশ নেন অসীম কুমার, লতিকা সরকার, প্লাবন রায়, এড. প্রবীর কুমার বিশ্বাস, দীপ্ত রায়, পম্পা মণ্ডল, কৌশিক বৈরাগী, পলাশ কান্তি বিশ্বাস, ইব্রাহিম মনির, ওমর খালেদ রুমি, শ্রেয়সি মন্ডল শ্রেয়া, অদ্রিতা রায়, নীলা বিশ্বাস, মিনা রবিউল, কামরুল হাসান মৃধা, এম এম হাসান, হরসিত মন্ডল, আজাদুল হক আজাদ, দেবাশীষ রায় প্রমুখ।

পাঠ পর্ব শেষে সাহিত্য আলোচনায় অংশ নেন অতিথিরা। আলোচনা শেষে সাহিত্য পরিষদ খুলনা গাঙচিলকণ্ঠর মোড়ক উন্মোচন করেন গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন। সুদৃশ্য ও তথ্যবহুল লেখা প্রকাশ করার জন্য পত্রিকার সম্পাদক অলোকেশ মণ্ডলকে অভিনন্দন জানানো হয়।
অনুলিখনঃ স’লিপক।