আজ-  ,


সময় শিরোনাম:
«» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন «» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু

খুলনায় গাঙচিলের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ খুলনা বিভাগের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জানুয়ারী) খুলনা জেলা কার্যালয়ে অধ্যাপক উত্তম কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিশুকবি সূর্য আগাস্টিন দাস।

বিশেষ অতিথি ছিলেন গাঙচিল ফুলতলা শাখার সভাপতি রহিমা খাতুন, খান জাহান আলী থানা শাখা সভাপতি এস এম আব্দুর রহমান, খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক অলকেশ মন্ডল, খুলনা মহানগর শাখার সভাপতি সৈয়দ আলী হাকিম, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার এবং শিশু শিল্পী শ্রেয়সী মন্ডল।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

গাঙচিল খুলনা বিভাগীয় শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন অসুস্থ থাকায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন সৈয়দ আলী হাকিম।

আনুষ্ঠানিকভাবে শুরু হয় শ্রেয়সী মন্ডল এর গাঙচিল সঙ্গীতের মাধ্যমে। গাঙচিল সঙ্গীত রচনা করেন সাহিত্যরত্ন পীযূষ কান্তি মন্ডল ও সুরকার ছিলেন ওস্তাদ আলী আহমেদ। এরপর গাঙচিল বাগেরহাট জেলা শাখা প্রকাশিত বাগেরহাট গাঙচিলকন্ঠ পত্রিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

কবিতা পাঠ করে ও গান গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন কামরুল হাসান মৃধা, এম এ হাসান, শেখ গোলাম রসুল খোকন, সুরোত মেহেদী, ডাঃ বাকাওয়ালী মোল্লা, শাকিল আহমেদ, ইব্রাহীম মনির, নীলকলি মণ্ডল, লতিকা মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত কবি ও সাহিত্যিকরা স্বরচিত কবিতা পাঠ করেন ও আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আজাদুল হক আজাদ।
অনুলিখনঃ স’লিপক।